SC EB vs Odisha FC: ৮১-৯৩ মিনিটে হল ৫ গোল, হাফ ডজন গোল হজম করে হারল লাল-হলুদ

গত বছর ওড়িশা এফসি-র কাছে ৬ গোল হজম করেছিল এসসি ইস্টবেঙ্গল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই বছর আইএসএলেও। গত বছর ফিরতি লেগে ওড়িশা বনাম ইস্টবেঙ্গল ম্যাচে মোট ১১ গোল হয়েছিল। ৫-৬ হেরেছিল লাল-হলুদ। এ বার দিয়াজের ছেলেরা শুধু একটা গোল কম করেছে। যে কারণে মঙ্গলবারের ম্যাচে মোট গোল সংখ্যা দাঁড়ায় ১০। ৪-৬ হারে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচে ৮১ থেকে ৯৩ মিনিটে হল মোট ৫ গোল।30 Nov 2021, 09:34:06 PM IST

ফের হারল এসসি ইস্টবেঙ্গল

শেষ পর্যন্ত হাফ ডজন গোল খেয়ে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল। ৪ গোল দিলেও এতগুলো গোল হজম করায় লজ্জা মাথা নত হয়ে গেল লাল-হলুদের। গত বার আইএসএলেও ওড়িশার কাছে ৬ গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। সে বার ৫ গোল দিয়েছিল তারা। এ বার অবশ্য ৪ গোল দিল। মূলত রক্ষণই ডোবাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। গত বারও যা দশা ছিল, এ বারও একই অবস্থা। কবে পাল্টাবে লাল-হলুদের রক্ষণ? 

তিন ম্যাচ খেলে দু’টিতেই হারল লাল-হলুদ। একটি ম্যাচ ড্র করেছে। ওড়িশা আবার বেঙ্গালুরুর পর হারাল এসসি ইস্টবেঙ্গলকে। ২ ম্যাচ খেলে দু’টিতেই জিতল তারা।30 Nov 2021, 09:30:02 PM IST

৯৩ মিনিট: ৬-৪ করল ওড়িশা

লাল-হলুদের রক্ষণ যে কতটা খারাপ তা আরও একবার প্রমাণিত হল। চিমার গোলের এক মিনিটের মধ্যে ৬-৪ করলেন আরিদাই।30 Nov 2021, 09:28:47 PM IST

৯২ মিনিট: ৪-৫ করল ইস্টবেঙ্গল

পেনাল্টি পেয়ে সেখান থেকে চিমা ৪-৫ করল। পারবে আরও একটি গোলশোধ করতে?30 Nov 2021, 09:27:08 PM IST

৯০ মিনিট: ৩-৫ করলেন লাল-হলুদের চিমা

গোলের সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত তৃতীয় গোল হল ইস্টবেঙ্গলের। গোল করলেন চিমা। ৩-৫ করলেন তিনি।30 Nov 2021, 09:25:37 PM IST

৮২ মিনিট: ৫-২ করল ওড়িশা

পঞ্চম গোল করে ফেলল ওড়িশা। ২-৫ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। গোল করলেন ইসাকা রালতে।30 Nov 2021, 09:24:28 PM IST

৮১ মিনিট: ব্যবধান কমালেন হাওকিপ

একটি গোল শোধ করল ইস্টবেঙ্গল। হাওকিপের গোলে ২-৪ করল ইস্টবেঙ্গল।30 Nov 2021, 09:17:29 PM IST

৭৯ মিনিট: গোল বাতিল রাজুর

রাজু গায়কোয়াড় বল জালে জড়ায়। তবে গোলটি বাতিল করা হয়।30 Nov 2021, 09:14:08 PM IST

৭৭ মিনিট: ওড়িশার প্লেয়ার পরিবর্তন

জেরির জায়গায় নামলেন ভানমালসোয়ামা।30 Nov 2021, 09:13:08 PM IST

৭২ মিনিট: ইস্টবেঙ্গলের প্লেয়ার পরিবর্তন

পেরোসেবিচের জায়গায় নামলেন হাওকিপ।

জয়নারের জায়গায় নামলেন আদিল।30 Nov 2021, 09:07:43 PM IST

৭১ মিনিট: ৪-১ এগিয়ে গেল 

সেট পিস থেকে আরিদাইয়ের অসাধারণ একটি গোল। ৪-১ এগিয়ে গেল ওড়িশা।30 Nov 2021, 09:01:54 PM IST

৬২ মিনিট: হলুদ কার্ড

ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল হলুদকার্ড দেখেন।30 Nov 2021, 09:01:01 PM IST

৫৯ মিনিট: এসসি ইস্টবেঙ্গলের তিনটি পরিবর্তন

আমিরের জায়গায় নেমেছেন অমরজিৎ সিং।

ফ্রাঞ্জো প্রেসের জায়গায় নামলেন টমিস্লাভ।

সিডোয়েলের জায়গায় নামলেন চিমা।30 Nov 2021, 08:43:31 PM IST

৫৫ মিনিট: ১-৩ পিছিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল

ম্যাচের ৫৫ মিনিট হয়ে গেল। এখনও গোলশোধ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। আরও একটি ম্যাচে হারের পথেই এগোচ্ছে লাল-হলুদ। আইএসএলের শুরু থেকেই জঘন্য পারফরম্যান্স তাদের।30 Nov 2021, 08:41:17 PM IST

দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন ওড়িশার

এসসি ইস্টবেঙ্গলকে যে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ওড়িশা কোচ, তার প্রমাণ দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন করে ফেললে তিনি। আগেই একটি পরিবর্তন করে ছিলেন। মূলত দুর্বল লাল-হলুদের বিরুদ্ধে ৩-১ এগিয়ে থাকায়, বাকি প্লেয়ারদের গেম টাইম দিতেই এই পরিবর্তন করেছেন ওড়িযা কোচ কিকো রামিরেজ।

হাভিকে তুলে নামালেন অরিদাই ক্যাবরেরাকে।

থইবা সিং-এর জায়গায় নামালেন গৌরব বোরাকে।

ভিক্টরের জায়গায় নামালেন জোনাথাসকে।30 Nov 2021, 08:34:19 PM IST

বিরতির পর খেলা শুরু

ইস্টবেঙ্গল কি পারবে নড়বড় রক্ষণ নিয়ে গোলশোধ করতে? নাকি দ্বিতীয়ার্ধে আরও গোল হজম করতে হবে তাদের?30 Nov 2021, 08:21:28 PM IST

বিরতিতে ৩-১ এগিয়ে ওড়িশা

লাল-হলুদের বিশ্রি রক্ষণের সুযোগ নিয়ে ৩-১ এগিয়ে গেল ওড়িশা এফসি। প্রথমে গোল করে বিরতির আগেই তিন গোল হজম করল ইস্টবেঙ্গল।30 Nov 2021, 08:20:29 PM IST

৪৫ মিনিট: ৩-১ এগিয়ে গেল ওড়িশা

আগের দু’টো গোল করতে সাহায্য করেছিলেন। তৃতীয় গোলটি নিজেই করলেন হাভি হানার্ন্ডেজ। দুরন্ত গোল করলেন হাভি। লাল-হলুদ কিপারের কিছুই করার ছিল না। ওড়িশাকে ৩-১ এগিয়ে দিলেন তিনি।30 Nov 2021, 08:17:48 PM IST

৪০ মিনিট: ২-১ এগিয়ে গেল ওড়িশা

জঘন্য পারফরম্যান্স লাল-হলুদের। কর্নার থেকে নেওয়া হাভি হার্নান্ডেজের শটে গোল করতে ভুল করেননি সেই রোডাস। তাঁর জোড়া গোলে ২-১ এগিয়ে গেল ওড়িশা এফসি।30 Nov 2021, 08:10:29 PM IST

৩৪ মিনিট: ওড়িশার প্লেয়ার পরিবর্তন

নন্দ কুমারের জায়গায় নামলেন ইশক ভ্যানলালরুয়াতফেল।30 Nov 2021, 08:06:54 PM IST

৩৩ মিনিট: ১-১ করে ফেলল ওড়িশা

ফ্রি-কিক থেকে আসা হাভির শট ধরে সমতা ফেরালেন ওড়িশার হেক্টর রোডাস। খেলার ফল ১-১। গত মরশুম থেকে এই বছরের ম্যাচ ধরলে শেষ ১১টি ম্যাচে টানা ইস্টবেঙ্গল কিন্তু গোল খেয়ে গিয়েছে। রক্ষণের অবস্থা কিন্তু গত বারের মতোই এ বারও হতশ্রী।30 Nov 2021, 08:02:57 PM IST

৩০ মিনিট: ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল

ওড়িশা এখনও গোলের মুখ খুলতে পারেনি। এই ম্যাচে রক্ষণে জোর দিয়েছে লাল-হলুদ। ওড়িশাকে আটকাতে মরিয়া ইস্টবেঙ্গল।30 Nov 2021, 07:47:59 PM IST

১৩ মিনিট: সিডোয়েলের গোলে ১-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল

একটি থ্রো থেকে অসাধারণ গোলটি করেন ড্যারেন সিডোয়েল। ওই গোলটি লাল-হলুদের জন্য খুবই প্রয়োজন ছিল। দলের আত্মবিশ্বাস ফিরে পেতে গোলটা নিঃসন্দেহে সাহায্য করবে। নবম ডাচ প্লেয়ার হিসেবে আইএসএলে গোল করলেন সিডোয়েল। ১-০ এগিয়ে গেল ম্যানুয়েল দিয়াজের টিম।30 Nov 2021, 07:41:07 PM IST

১০ মিনিট:  ম্যাচ গোলশূন্য

এখনও পর্যন্ত কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।এখনও পর্যন্ত কোনও দলই সে ভাবে নজর কাড়তে পারেনি।30 Nov 2021, 07:33:09 PM IST

ম্যাচ শুরু

মুখোমুখি ওড়িশা এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। জিততে মরিয়া দুই দলই।30 Nov 2021, 07:15:33 PM IST

ওড়িশার প্রথম একাদশ

জোনাথসের জায়গায় আজ লিরিডন ক্রাসনিকিকে খেলাচ্ছে ওড়িশা এফসি।30 Nov 2021, 07:08:49 PM IST

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

অরিন্দমের বদলে গোলে আজ শুভম সেনকে খেলাচ্ছে এসসি ইস্টবেঙ্গল।30 Nov 2021, 07:07:17 PM IST

জেতার লক্ষ্য নিয়ে স্টেডিয়ামে চলে এসেছে ওড়িশা

30 Nov 2021, 07:07:17 PM IST

মাঠে পৌঁছে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল

30 Nov 2021, 07:07:18 PM IST

আইএসএলে ওড়িশার বনাম এসসি ইস্টবেঙ্গল

গত বছর কিন্তু ওড়িশার এফসি-র বিরুদ্ধে আইএসএলের একটি ম্যাচ খেলে একটিতে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। একটি হেরেছিল। প্রথম ম্যাচটিতে ৩-১ জিতেছিল। আর দ্বিতীয় ম্যাচে তারা ৫-৬ হেরেছিল। দুই ম্যাচ মিলিয়ে দুই দল মোট ১৫ গোল করেছিল।30 Nov 2021, 07:07:18 PM IST

ওড়িশা এফসি-র আইএসএলের ফলাফল

এখনও পর্যন্ত ওড়িশা আইএসএলের একটি ম্যাচই খেলেছে। আর সেই ম্যাচে তারা বেঙ্গালুরু এফসি-কে ৩-১ তারা হারিয়েছে। গত বার আইএসএলে ২০টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে তারা জিতেছিল। ১২টি ম্যাচ হেরেছি তারা। বাকি ৬টি ম্যাচ ড্র করেছিল। সেই টিমই এই বছর দুরন্ত ছন্দে আইএসএল শুরু করেছে।30 Nov 2021, 07:07:18 PM IST

এসসি ইস্টবেঙ্গলের আইএসএলের ফলাফল

দু’টি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করেছে। আর ডার্বিতে এটিকে মোহনবাগানের সঙ্গে ০-৩ হেরেছে তারা। এই ম্যাচে জিততে না পারলে মারাত্মক চাপে পড়ে যাবে লাল-হলুদ ব্রিগেড। তারা কি পারবে ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.