‘রোহিতেরই ওডিআই অধিনায়ক হওয়া উচিত’, শাস্ত্রীর গলায় হঠাৎ-ই কোহলি-বিরোধী সুর

ওডিআই ক্রিকেটে বিরাট কোহলিকে পাল্টানোর বিষয়টা আরও একটু ভালো ভাবে হ্যান্ডেল করা যেত। কোহলি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কে এমনটাই দাবি করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। গতমাসের বিরাট কোহলি টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। পরে ওডিআই দলের অধিনায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে কোহলি বোমা ফাটান। তাঁর কিছু মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করেন বিরাট কোহলি। সেখানে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে সরাসরি সৌরভের মন্তব্যের উল্টো দাবি করেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন, টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বোর্ডের কেউ তাঁকে অনুরোধ জানাননি। অথচ সৌরভ বলেছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তাঁরা সকলে। এমন কী সৌরভ নিজেও নাকি ব্যক্তিগত ভাবে কোহলিকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। এর পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক।ট্রেন্ডিং স্টোরিজ

গোটা বিতর্ক নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘আমি অনেক বছর ধরে এই সিস্টেমের অংশ ছিলাম। আমি গত সাত বছর ধরে এই দলের অংশ ছিলাম। তবে আমি বলব, বিষয়টি প্রকাশ্যে না আনলেই ভালো হতো । বিরাট তাঁর কথা বলেছেন। এবার বোর্ড প্রেসিডেন্টকে নিজের কথা বলতে হবে বা যা কিছু ঘটেছে, সে সম্পর্কে স্পষ্ট করে বক্তব্য রাখতে হবে। তবে সেটা কোহলি বা সৌরভ, কে মিথ্যা বলছেন, সেটা নিয়ে নয়।’

শাস্ত্রী আরও বলেছেন, ‘এখানে কে মিথ্যা বলছেন সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হল সত্যটা কী! আপনি সত্যিটা জানতে চান এবং সেটা শুধুমাত্র আলোচনা ও যোগাযোগের মাধ্যমেই আসতে পারে। আর কিছুতে নয়। একজন একপাশে বসে কিছু বলতে যাচ্ছেন। অন্য ব্যক্তি অন্য পাশে বসে কিছু বলতে যাচ্ছেন। কিছু স্পষ্টতা থাকতে হবে এবং উভয় পক্ষের কথা বলা প্রয়োজন।’

তবে এত কিছুর পরেও শাস্ত্রি মেনে নিয়েছেন, সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়কই থাকা উচিত। তিনি বলেছেন, ‘কোহলি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসাবে কাজ চালিয়ে যেতে চান না। সাদা বলের দু’টি ফর্ম্যাটের জন্য শুধুমাত্র একজন নেতা থাকতে পারে, যেখানে রোহিত শর্মা এখন দায়িত্ব নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকা উচিত। রোহিত শর্মা টি-টোয়েন্টি অধিনায়ক, তাই ওঁরই ওডিআই অধিনায়ক হওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.