দুবাইয়ে আইপিএল ২০২১-এর শেষ লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। আরসিবি জিতলেও নেট রান-রেটের নিরিখে ধোনিদের টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা সম্ভব হয়নি তাদের পক্ষে। তৃতীয় স্থানে থেকে লিগের খেলা শেষ করেন কোহলিরা।08 Oct 2021, 11:46:13 PM IST
ম্যাচের সেরা কেএস ভরত
শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো ভরত ৫২ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।08 Oct 2021, 11:45:11 PM IST
তিন নম্বরে থেকে লিগ শেষ আরসিবির
জিতেও পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংসকে টপকে যাওয়া হল না কোহলিদের। চেন্নাইয়ের মতোই আরসিবির সংগ্রহ ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় আরসিবিকে থেকে যেতে হয় তিন নম্বরে। ফলে চার নম্বর দল কলকাতার সঙ্গে এলিমিনেটর খেলতে হবে ব্যাঙ্গালোরকে।08 Oct 2021, 11:42:53 PM IST
৭ উইকেটে জয় আরসিবির
দিল্লির ৫ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ম্যাচের একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে। তারা ৩ উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। কেএস ভরত ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল নট-আউট থাকেন ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৫১ রান করে।08 Oct 2021, 11:20:20 PM IST
শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন ভরত
জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার ছিল আরসিবির। শেষ বলে ছক্কা মেরে আরসিবিকে জেতালেন কেএস ভরত।08 Oct 2021, 11:07:29 PM IST
হাফ-সেঞ্চুরি ম্যাক্সওয়েলের
৮টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গ্লেন ম্যাক্সওয়েল।08 Oct 2021, 11:02:23 PM IST
শেষ ওভারে দরকার ১৫
জয়ের জন্য আরসিবির ৬ বলে দরকার ১৫ রান। ১৯তম ওভারে নরকিয়া মাত্র ৪ রান খরচ করেন। আরসিবির স্কোর ১৫০/৩। ভরত ৭০ ও ম্যাক্সওয়েল ৪৫ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 10:57:53 PM IST
২ ওভারে দরকার ১৯ রান
জয়ের জন্য আরসিবির শেষ ২ ওভারে দরকার ১৯ রান। তারা ১৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। ভরত ৬৮ ও ম্যাক্সওয়েল ৪৩ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 10:50:49 PM IST
৩ ওভারে দরকার ৩১ রান
জয়ের জন্য শেষ ৩ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দরকার ৩১ রান। ১৭ ওভারে আরসিবি ৩ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলেছে। কেএস ভরত ৬১ ও গ্লেন ম্যাক্সওয়েল ব্যক্তিগত ৩৯ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 10:44:23 PM IST
হাফ-সেঞ্চুরি ভরতের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেএস ভরত। আইপিএলে এটি তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি। ১৬ ওভারে ব্যাঙ্গালোর ১১৯/৩। ভরত ৫২ ও ম্যাক্সওয়েল ৩২ রানে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য ৪ ওভারে দরকার ৪৬ রান।08 Oct 2021, 10:38:48 PM IST
১৫ ওভারে আরসিবি ১০৮/৩
১৫ ওভারে আরসিবি ১০৮/৩। কেএস ভরত ৪৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৬ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৫ ওভারে ৫৭ রান দরকার কোহলিদের। 08 Oct 2021, 10:16:47 PM IST
ডি’ভিলিয়র্সকে ফেরালেন অক্ষর প্যাটেল
৯.৩ ওভারে ডি’ভিলিয়র্সের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৬ রান করে আইয়ারের হাতে ধরা পড়েন এবিডি। আরসিবি ৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। ১০ ওভারে আরসিবি ৬১/৩।08 Oct 2021, 09:59:03 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবি ২৯/২
পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবি ২ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে। কেএস ভরত ১৬ ও এবিডি ৬ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 09:43:08 PM IST
কোহলির উইকেট তুলে নিলেন নরকিয়া
তৃতীয় ওভারের প্রথম বলে কোহলির উইকেট তুলে নিলেন নরকিয়া। ৮ বলে ৪ রান করে রাবাদার হাতে ধরা পড়েন কোহলি। আরসিবি ৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডি’ভিলিয়র্স। ৩ ওভারে ব্যাঙ্গালোর ১১/২08 Oct 2021, 09:42:29 PM IST
পাডিক্কালকে ফেরালেন নরকিয়া
প্রথম ওভারেই পাডিক্কালকে ফেরালেন নরকিয়া। পঞ্চম বলে অশ্বিনের হাতে ধরা পড়েন দেবদূত। আরসিবি ৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেএস ভরত। প্রথম ওভারে ব্যাঙ্গালোর ৪08 Oct 2021, 09:41:54 PM IST
আরসিবির রান তাড়া করা শুরু
আরসিবির হয়ে ওপেন করতে নামেন কোহলি ও পাডিক্কাল। বোলিং শুরু করেন নরকিয়া।08 Oct 2021, 09:20:28 PM IST
দিল্লি ২০ ওভারে ১৬৪/৫
দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। রিপল প্যাটেল অপরাজিত থাকেন ৭ রানে। জয়ের জন্য আরসিবির দরকার ১৬৫।08 Oct 2021, 09:19:28 PM IST
শেষ বলে হেতমায়েরকে ফেরালেন সিরাজ
ইনিংসের শেষ বলে হেতমায়েরকে ফেরালেন মহম্মদ সিরাজ। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৯ রান করে কোহলির হাতে ধরা পড়েন শিমরন।08 Oct 2021, 09:01:42 PM IST
শ্রেয়সকে ফেরালেন সিরাজ
১৭.৪ ওভারে সিরাজের বলে ক্রিশ্চিয়ানোর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১৮ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি। দিল্লি ১৪৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিপল প্যাটেল। ১৮ ওভারে দিল্লি ১৪৮/৪। হেতমায়ের ২১ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 08:47:54 PM IST
১৫ ওভারে দিল্লি ১২৮/৩
১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটের বিনিময়ে ১২৮ রান তুলেছে। হেতমায়ের ১৩ ও শ্রেয়স ৯ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 08:37:28 PM IST
পন্তকে ফেরালেন ক্রিশ্চিয়ান
১২.৪ ওভারে ক্রিশ্চিয়ানের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ঋষভ পন্ত। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন দিল্লি অধিনায়ক। দিল্লি ১০৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেতমায়ের। 08 Oct 2021, 08:26:42 PM IST
পৃথ্বী শ আউট
দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে আউট হন পৃথ্বী। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৮ রান করে গার্টনের হাতে ধরা পড়েন পৃথ্বী। তাঁর উইকেট তুলে নেন চাহাল। দিল্লি ১০১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। দিল্লি ১২ ওভারে ১০৫/২।08 Oct 2021, 08:19:47 PM IST
ধাওয়ান আউট
১১তম ওভারের প্রথম বলে শিখর ধাওয়ান আউট। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৩ রান করে হার্ষাল প্যাটেলের বলে ক্রিশ্চিয়ানের হাতে ধরা পড়েন গব্বর। দিল্লি ৮৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।08 Oct 2021, 07:56:55 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লি ৫৫/০
পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লি ক্যাপিটালস কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছে। ধাওয়ান ২৭ ও পৃথ্বী ২৪ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 07:56:03 PM IST
৫ ওভারে দিল্লি ৪৫/০
৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ৪৫ রান তুলেছে। ধাওয়ান ২২ ও পৃথ্বী ২০ রানে ব্যাট করছেন।08 Oct 2021, 07:36:51 PM IST
ম্যাচ শুরু
দিল্লির হয়ে ওপেন করতে নামেন ধাওয়ান ও পৃথ্বী। বোলিং শুরু করেন ম্য়াক্সওয়েল। প্রথম ওভারে ১০ রান ওঠে।08 Oct 2021, 07:36:10 PM IST
দিল্লির প্রথম একাদশ
দিল্লি তিনজন বিদেশিকে মাঠে নামায়। হেতমায়ের, রাবাদা ও নরকিয়া সুযোগ পান দলে।
প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিপল প্যাটেল, শিমরন হেতমায়ের, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও আবেশ খান।08 Oct 2021, 07:34:18 PM IST
আরসিবির প্রথম একাদশ
আরসিবি চার বিদেশির কোটায় মাঠে নামায় ম্যাক্সওয়েল, ডি’ভিলিয়র্স, গার্টন ও ক্রিশ্চিয়ানকে।
প্রথম একাদশ: বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, কেএস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি’ভিলিয়র্স, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ।08 Oct 2021, 07:12:47 PM IST
টস জিতল আরসিবি
আইপিএল ২০২১-এর শেষ লিগ ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি ক্যাপিটালসকে। সুতরাং, দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং ঋষভ পন্তদের।08 Oct 2021, 07:11:18 PM IST
প্রথম লেগের ফলাফল
আইপিএল ২০২১-এর প্রথম লেগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে আরসিবি ৫ উইকেটে ১৭১ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ৪ উইকেটে ১৭০ রানে আটকে যায়।