নতুন বছরে নতুন সম্মান পেলেন রয় কৃষ্ণ। নতুন পালক যোগ হল তাঁর মুকুটে। ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার। স্বাভাবিক ভাবেই নতুন বছরে খেলতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পেলেন ফিজির স্ট্রাইকার।
এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪টি গোল করেছেন কৃষ্ণ। গোল করতে সহায়তা করেছেন চার বার। তবু যেন এ বার বড় নিষ্প্রভ সবুজ-মেরুনের তারকা। নিজেও ফর্মে ফিরতে ছটফট করছেন। বছরের নিজেদের শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে অবশ্য গোল পেয়েছেন রয় কৃষ্ণ। যেটা নিঃসন্দেহে বাড়তি মোটিভেশন হয়েছে। গোলের খরা কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। তার উপর আবার ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সম্মান। সব মিলিয়ে হয়তো নতুন বছরে একটু বেশিই তেতে থাকবেন রয় কৃষ্ণ। এমনটাই আশা করছেন সবুজ-মেরুন সমর্থকেরা। রয় ছন্দে থাকা মানেই সাফল্য আসবে বাগানে। এই ধারণাই যে বদ্ধমূল হয়ে রয়েছে এটিকে মোহনবাগানে।ট্রেন্ডিং স্টোরিজ
আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে জুয়ান ফেরান্দো কোচ হয়ে আসার পর অবশ্য আইএসএলে পরপর দু’টি ম্যাচ জিতে পায়ের তলায় হারিয়ে যাওয়া জমি খুঁজে পেয়েছে এটিকে মোহনবাগান। উঠে এসেছে লিগ তালিকার তিন নম্বরে। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ ৫ জানুয়ারি। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। চোটের কারণে সেই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন শুভাশিস বসু। এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। ২টি ম্যাচ তারা হেরেছে। ২টি ড্র ড্র করেছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগতালিকার ৩ নম্বরে রয়েছে তারা।