মঙ্গলবার এসসিজি-তে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তাঁর উত্তরসূরি মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি৷ অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব রয়েছে ধোনির ভারতের৷ মঙ্গলবার সেই হাতছানি কোহলির সামনেও৷

প্রথম দু’টি টি-২০ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নিয়েছে কোহলি অ্যান্ড কোং৷ মঙ্গলবার বিরাটের সামনে হোয়াইটওয়াশের লক্ষ্য৷ ১-২ ওয়ান ডে সিরিজ হারলেও তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দু’টি ম্যাচে অজিদের হারায় টিম ইন্ডিয়া৷ ক্যানবেরায় প্রথম ম্যাচ ১১ রানে জেতার পর রবিবার এসসিজি-তে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত৷

তিন ওয়ান ডে সিরিজে প্রথম দু’টি ম্যাচ হেরে সিরিজ হেরেছে ভারত৷ কিন্তু শেষ ওয়ান ডে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ আটকায় বিরাটবাহিনী৷ তারপর প্রথম দু’টি টি-২০ জিতে অজিদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আগামিকাল মাঠে নামবে ‘মেন ইন ব্লু’৷ এর আগে ২০১৬ সালে ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে ৩-০ টি-২০ সিরিজ হারিয়েছিল ভারত৷

সুতরাং মঙ্গলবার ভারত জিতলে ধোনির এই কৃতিত্বকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷ তবে ধোনি ছাড়াও বিশ্বে আর একজন ক্যাপ্টেনের এই নজির রয়েছে৷ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজেরও এই কৃতিত্ব রয়েছে৷ তবে সেটা ছিল দু’ ম্যাচের সিরিজ৷ ম্যাথিউজের নেতৃত্বে ২০১৩ সালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে টানা ৯টি টি-২০ ম্যাচ জিতেছে ভারত৷ গত বছর ডিসেম্বর থেকে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া৷ মঙ্গলবার বিরাটের সামনে টানা ১০টি টি-২০ জেতার হাতছানি৷ রবিবার সিডনিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে আরও একটি রেকর্ড গড়েন কোহলি৷ প্রথম ভারত অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার (SENA countries) বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতেন বিরাট৷

কোহলির আগে ধোনিও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে টি-২০ সিরিজ জিতেছিল৷ কিন্তু ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মাটিতে তাঁর বিজয়রথ থেমে যায়৷ কিন্তু কোহলি তা করে দেখান৷ বিরাটের নেতৃত্বে ভারত ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতেছিল ভারত৷ আর চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.