জামশেদপুর এফসি বনাম এটিকে-মোহনবাগান সম্ভাব্য প্রথম একাদশ

ভাস্কোর তিলক ময়দানে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি মুখোমুখি এটিকে-মোহনবাগানের। দু’দলই টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে সোমবার। জামশেদপুর এফসি’র সামনে যেমন লক্ষ্য টুর্নামেন্টের প্রথম জয়, এটিকে-মোহনবাগান তখন চারে চার করার লক্ষ্যে। প্রথম তিন ম্যাচে দু’টি ড্র এবং একটি হার নিয়ে লিগ টেবিলে আট নম্বরে ওয়েন কয়েলের জামশেদপুর। অন্যদিকে তিন ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে দু’নম্বরে সবুজ-মেরুন। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি গোলপার্থক্যের নিরিখে লিগ টেবিলের শীর্ষে।

গত মরশুম থেকে ধরলে টানা ন’ম্যাচে জয় পায়নি ‘মেন অফ স্টিল’। তাদের হোম ফর্ম অবশ্যই চিন্তার কারণ। শেষ চারটি হোম ম্যাচের একটিও জিততে পারেনি জামশেদপুর এফসি। গত মরশুমে চেন্নাইয়িনকে ফাইনালে তোলা ব্রিটিশ কোচের কাছে কাজটা আরও কঠিন যেহেতু চলতি মরশুমে প্রথম তিন ম্যাচে এখনও কোনও গোল হজম করেনি এটিকে-মোহনবাগান। শেষ দু’ম্যাচে ড্র করে হাবাসের দলের বিরুদ্ধে এদিন মাঠে নামছে তারা। ওডিশা এফসি’র বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় ম্যাচ ড্র করতে হয়েছে তাদের। এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে দলের অন্যতম ভরসা আপফ্রন্টে নেরিজাস ভালস্কিস। গত বভহর চেন্নাইইয়িনের জার্সি গায়ে গোল্ডেন বুট জেতা লিথুয়ানিয়ান স্ট্রাইকার ইতিমধ্যেই তিন গোল করে ফেলেছেন চলতি মরশুমে।

অন্যদিকে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে এটিকে-মোহনবাগান অবশ্যই তাকিয়ে থাকবে ফিজি স্ট্রাইকার রয় কৃষ্ণার দিকে। টানা তিন ম্যাচেই গোল করে ফেলা স্ট্রাইকারের সঙ্গী এই ম্যাচে কে হন, এখন সেটাই দেখার। হাবাসকে ভরসা জোগাচ্ছে এখনও অবধি গোল না খাওয়া তাঁর রক্ষণভাগও। চারে চার করার লক্ষ্যে মাঠে নামার আগে যদিও সাবধানী হাবাস। চোট সারিয়ে এদু গার্সিয়া হাবাসের একাদশে জায়গা পান কীনা সেটাই দেখার। প্রয়োজনে পরিবর্ত হিসেবেও তাঁকে ব্যবহার করতে পারেন ব্রিটিশ কোচ। আবার জাভির পরিবর্তে গত ম্যাচে পরিবর্ত হিসেবে নামা ব্র্যাড ইনমানকে আজ শুরু থেকে দেখে নিতে পারেন হাবাস।

অন্যদিকে সতীর্থদের থেকে পর্যাপ্ত বল সাপ্লাই না পাওয়া ভালস্কিস মেজাজ হারাচ্ছেন মাঝেমধ্যেই। বিষয়টি চিন্তার কয়েলের কাছে। যদিও ওডিশা ম্যাচে লাল কার্ড দেখা গোলরক্ষক টিপি রেহনেশ তেকাঠির নীচে ফিরছেন সবুজ-মেরুনের বিরুদ্ধে। একনজর দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ-

জামশেদপুর এফসি: টিপি রেহনেশ, রেন্থলেই, স্টিফেন এজে, পিটার হার্টলে, রিকি লালময়ামা, আইতর মনরয়, অ্যালেক্স লিমা, অমরজিত সিং কিয়াম, আইস্যাক ভ্যানলালসামা, জ্যাকিচাঁদ সিং, নেরিজাস ভালস্কিস।

এটিকে-মোহনবাগান: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, ব্র্যাড ইনমান, প্রবীর দাস, জাভি হার্নান্দেজ, রয় কৃষ্ণা, মনবীর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.