IPL 2022: মার্শকে আউট করে IPL এর ইতিহাসে ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যুজবেন্দ্র চাহাল

২০২২ আইপিএল-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। চলতি মরশুমে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মিচেল মার্শকে করেছেন তিনি। যদিও তার দল ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারতে হলেও মার্শের উইকেট নিয়ে পাকিস্তানের সোহেল তনভীরের ১৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন চাহাল।

রাজস্থান রয়্যালসের হয়ে এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সোহেল তনভীরকে পিছনে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। তনভীর আইপিএল-এর ২০০৮ সালে ২২ উইকেট নিয়েছিলেন। চাহালের ২০২২ আইপিএল-এ মার্শের উইকেটের নিতেই রাজস্থানের হয়ে প্রথম মরশুম খেলেই ২৩টি উইকেট শিকার করলেন। চাহালের লক্ষ্য এখন জেমস ফকনারের রেকর্ড। যিনি ২০১৩ সালে এই দলের হয়ে ২৮টি উইকেট নিয়েছিলেন। যুজবেন্দ্র চাহালকে এই মরশুমে গ্রুপ লিগে আরও দুটি লিগ ম্যাচ খেলতে হবে। প্লে অফে রাজস্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই সবকিছু ঠিকঠাক চললে তিনি ডোয়েন ব্র্যাভো এবং হর্ষাল প্যাটেলের ৩২ উইকেটের রেকর্ডও ভাঙতে পারেন। আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এই দুই বোলারের নামে রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের কাছে শোচনীয় পরাজয় সত্ত্বেও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। রাজস্থান রয়্যালস ১২টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে। যদি তারা কোনও ঝামেলা ছাড়াই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে চায় তবে যে কোনও পরিস্থিতিতে পরের দুটি ম্যাচ জিততে হবে। দল তা করতে ব্যর্থ হলে বিষয়টি জটিল হতে পারে। সেক্ষেত্রে বিষয়টি গড়াতে পারে নেট রান রেটের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.