প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ভারত স্কোরবোর্ড খুব বেশি রান তুলতে না পারলেও লড়াই করার রসদ জোগাড় করে নেয়। অল্প রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়াই চালান ভারতের বোলাররা। যদিও শেষ পর্যন্ত অজিদের কাছে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হারতে হয় ভারতকে।
কারারা ওভালে টস জিতে ভারতের মহিলা ক্রিকেট দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয়। ভারতের ফিল্ডাররা বোলারদের আরও একটু সহায়তা করতে পারতে, হরমনপ্রীত কউররা ম্যাচ জিততেও পারতেন।ট্রেন্ডিং স্টোরিজ
৫ বল বাকি থাকতে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ উইকেটে জয়ের সুবাদে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে মাল্টি-ফর্ম্যাট সিরিজ জয় নিশ্চিত করে। তারা ২টি ওয়ান ডে জিতে (২+২) ৪ পয়েন্ট সংগ্রহ করে। ড্র টেস্ট থেকে ২ পয়েন্ট ঘরে তোলেন ল্যানিংরা। ভেস্তে যাওয়া প্রথম টি-২০ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে ২ পয়েন্ট পকেটে পোরে তারা।
অন্যদিকে ভারত ১টি ওয়ান ডে ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে। ড্র টেস্ট থেকে ২ পয়েন্ট ঘরে তোলে। ভেস্তে যাওয়া টি-২০ ম্যাচ থেকে ১ পয়েন্ট কুড়িয়ে নেয়। সুতরাং, ৫-৯ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। সিরিজের শেষ টি-২০ ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়াকে ছোঁয়া সম্ভব হবে না হরমনপ্রীতদের পক্ষে।
ভারতের টপ অর্ডারের তিন তারকা স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা ও জেমিমা রডরিগেজ ব্যাট হাতে ব্যর্থ হন। মন্ধনা ১, শেফালি ৩ ও জেমিমা ৭ রান করে আউট হন। মাত্র তিনজন ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন। ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ২৮ রান করে সাজঘরে ফেরেন। ২০ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন।
দীপ্তি শর্মা করেন ১৬ রান। যদিও ১৯টি বল খরচ করেন তিনি। পূজা বস্ত্রকার শেষবেলায় ব্যাট চালিয়ে ভারতকে লড়াই করার রসদ এনে দেন। পূজা ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।