মীরা পারলে পরের বার তুমিও পারবে! লক্ষ্যভ্রষ্ট হলেও টিনএজ সৌরভকে নিয়ে আশাবাদী দেশ

পাঁচ বছরের আগে রিও অলিম্পিকে নিজের পছন্দের ক্লিন অ্যান্ড জার্কের তিনটি প্রচেষ্টার একটিতেও সফল না হয়ে কেঁদে বিদায় নিতে হয়েছিল মীরাবাঈ চানু। সেই মীরাবাঈ আজ ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম মেডেল জয়ী হলেন তিনি। তাঁর এই ঘুরে দাঁড়ানো দেখে প্রধআনমন্ত্রী মোদী হোক বা সাধারণ কোনও টুইটার ব্যবহারকারী, সবার আনন্দের বাঁধ ভেঙেছে। টুইটারে শুভেচ্ছাবার্তার বন্যা বয়েছে। অন্যদিকে ভারতের আশা ছিল ১৯ বছর বয়সী সৌরভের উপরও। ১০ মিটার এয়ার পিস্তলের শৃঙ্খলায় এই শুটার প্রথ স্থান অধিকার করলেও ফাইনালে সপ্তম হয়ে বিদায় নেন। এরপরই সৌরভকে নিয়ে হতাশা ঢেকে আশার আলো খুঁজছেন টুইটার ব্যবহারকারীরা। যেন এখন লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিক

শায়ন আচার্য নামক এক টুইটার ব্যবহারকারী এদিন লেখেন, ‘সৌরভ চৌধুরীর বয়স মাত্র ১৯। ফাইনালে সপ্তম হয়েছে সে। হ্যাঁ সে মেডেল জেতেনি ঠিকই। তবে তাঁর বয়স কম। তাঁ সামনে উজ্জবল ভবিষ্যত রয়েছে। মার্চ অন চ্যাম্প।’ 

মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বহু ক্রীড়াপ্রেমীর মধ্যে

এদিকে মিরাবাঈ-এর জয়ে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে টুইটারে। সোনাল গোয়েল টুইট করে লেখেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। টোকিও ২০২০-তে প্রথম মেডেল। ভারোত্তলনে রুপো জিতে ভারতের প্রথম মেডেল আনলেন মিরাবাঈ চানু।’ মীরাবাঈকে ধন্যবাদ জানিয়েছেন ভেঙ্কট প্রভু নামক এক টুইটার ব্যবহারকারী।

এদিকে রীতু জয়সওয়াল নামক এক টুইটার ব্যবহারকারী লিখছেন, টোকিওতে ভারতের প্রথম মেডেল প্রথম দিনেই। মীরাবাঈ চানুকে কুর্নিশ। রোহিত সিদনাজিয়ান লেখেন, প্রতিটি ভারতীয়র জন্যে গর্বের মুহূর্ত।

এদিকে মীরাবাঈয়ের জয়ে আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি লেখেন, ‘এর থেকে ভালো আর কী চাইতে পারতাম। মিরাবাঈ চানুর দুর্দান্ত পারফর্ম্যান্সে ভারত উতফুল্ল। ভারোত্তলনে রুপো জেতার জন্যে তাঁকে অভিনন্দন। তাঁর এই সাফল্য ভারতীয়দের অনুপ্রেরণা যুগাবে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং টুইট করে লেখেন, ‘কী দুর্দান্ত আজকের দিনটি। মীরাবাঈ চানু ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন। টোকিও অলিম্পিক্সে ভারতের মেডেল ট্যালি খুলল তাঁর হাত ধরে। আপনি আমাদের দেশকে গর্বিত করেছেন।’

টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, প্রথম দিনই ভারতের প্রথম মেডেল জয়। মীরাবাঈ চানু ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন। ভারতী আপনার জন্যে খুবই গর্বিত মীরা! টুইট করেছেন শুভেন্দু অধিকারী, নির্মলা সীতারমনরাও। 

এদিকে টুইট করে মীরাবাঈকে অভিনন্দন জানায় ভারতীয় ফুটবল দল, আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকরও নিজের আনন্দ জাহির করেছেন টুইটের মাধ্যমে। স্বাভাবসিদ্ধ ভঙ্গিমায় টুইট করেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, অলিম্পিকে মেডেল জয়ী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.