জামশেদপুরকে গত ম্যাচে রুখে দিয়ে আইএসএলে প্রথম পয়েন্ট অর্জন করেছে চলতি মরশুমে অভিষেককারী এসসি ইস্টবেঙ্গল। দশজনে লড়াই করে অর্জিত গত ম্যাচের এক পয়েন্টই হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে মোরাল বুস্টার হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের। ভাস্কোর তিলক ময়দানে মঙ্গলবার নিজামদের মুখোমুখি লাল-হলুদ ব্রিগেড। ম্যানুয়েল মার্কুয়েজ রোকার হায়দরাবাদ এফসি প্রথম চার ম্যাচে এখনও অপরাজিত। অন্যদিকে রবি ফাওলারের ইস্টবেঙ্গল আইএসএলে এখনও প্রথম জয় এবং একইসঙ্গে প্রথম গোলের লক্ষ্যে। সুতরাং কিছুটা আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ফের একটা কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছে কলকাতা জায়ান্টরা।
লিগের ২৯তম ম্যাচে মাঠে নামার আগে যদিও দু’দলে চোট-আঘাত সমস্যাটা কমন ফ্যাক্টর। গত ম্যাচে এটিকে-মোহনবাগানকে মাত্র দুই বিদেশি নিয়ে রুখে দিয়েছে হায়দরাবাদ। মঙ্গলবারের ম্যাচে চোট সারিয়ে বড়জোড় মাঠে নামতে পারেন আরিদেন সান্তানা। অর্থাৎ, তিনজনের বেশি বিদেশি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাচ্ছে না দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটি।
অন্যদিকে গত দু’টি ম্যাচে চার বিদেশিতে অভ্যস্ত হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। চোটের কবলে থাকা রক্ষণের স্তম্ভ ড্যানি ফক্স এখনও সুস্থ নন। নিজামদের বিরুদ্ধে অ্যারন হলওয়ে্র ২০ জনের দলে থাকার সম্ভাবনা থাকলেও নিশ্চিত নন এখনও। চোটের কবলে রয়েছেন মিডফিল্ডার লোকেন মিতেই এবং গত ম্যাচে প্রথম একাদশে শুরু করা গোলরক্ষক শংকর রায়। তেকাঠির নীচে পরিবর্ত হিসেবে দেবজিত প্রস্তত থাকলেও মিতেই’য়ের অভাব অনুভূত হতে পারে এদিনের ম্যাচে। কারণ গত ম্যাচে লাল কার্ড দেখায় সাসপেনশনের কারণে হায়দরাবাদের বিরুদ্ধে নেই ইউজেনসন লিংদো। পরিবর্তে শুরু করতে পারেন আঙ্গৌসানা। ইস্টবেঙ্গলের বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই প্রবল।
এদিকে সান্তানার পাশাপাশি দেশীয় মিডফিল্ডার মহম্মদ ইয়াসিরকেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দলে পাচ্ছে হায়দরাবাদ। এছাড়া দুরন্ত ফর্মে থাকা লিস্টন কোলাসো, নিখিল পূজারি কিংবা হালিচরন নারজারিরা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোকাকে। একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য একাদশ-
হায়দরাবাদ এফসি: লক্ষ্মীকান্ত কাট্টিমানি, আশিস রাই, ওদেই ওনায়িন্দিয়া, চিংলেনসানা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, নিখিল পূজারি, মহম্মদ ইয়াসির, হালিচরন নার্জারি, আরিদেন সান্তানা।
এসসি ইস্টবেঙ্গল: দেবজিত মজুমদার, স্কট নেভিল, শেহনাজ সিং, মহম্মদ ইরশাদ, মহম্মদ রফিক, আঙ্গৌসানা, মাত্তি স্টেইনম্যান, নারায়ণ দাস, জ্যাক ম্যাঘোমা, অ্যান্থনি পিলকিংটন, জেজে লালপেখলুয়া।