ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়ল ফিঞ্চের অস্ট্রেলিয়া

শুভব্রত মুখার্জি: টি-২০ ফর্ম্যাটে ইংল্যান্ড বরাবরের শক্তিশালী দল। আর তার প্রমাণ পাওয়া গেছে বারবার। শনিবাসরীয় রাতে আমিরশাহির ২২ গজে ফের একবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে নিজেদের শক্তির পরিচয় দিল মর্গ্যান বাহিনী। ব্রিটিশদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল কার্যত খড়কুটোর মতন উড়ে গেল। ১২৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। যা পুরুষ টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর।

এদিন ক্রিস জর্ডন, ক্রিস ওকসদের বোলিংয়ের সামনে অসহায় দেখায় অজিদের। মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া দল। ক্রিস জর্ডন ৩টি, ওকস ২টি এবং টাইমাল মিলস ২ টি উইকেট নেন। এদিন ফিঞ্চ ৪৪, ওয়েড ১৮, অ্যাগার ২০,কামিন্স ১২ এবং স্টার্ক ১৩ রান করেন। এদিন একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২১ রান । সেই জায়গা থেকে অজিরা ১২৫ রানে পৌঁছাতে পারলেও ম্যাচ বাঁচাতে সক্ষম হননি।ট্রেন্ডিং স্টোরিজ

১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মর্গ্যানরা। জস বাটলার এদিন ৭১ রানের এক অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে পৌঁছে দেয় লক্ষ্যে। উল্লেখ্য এই চলতি বিশ্বকাপে ইংল্যান্ড তাদের তিন ম্যাচে শুধু জয় পায়নি তাদের বিরুদ্ধে টেস্ট খেলিয়ে দেশগুলো সর্বনিম্ন রান গড়ার লজ্জার নজির গড়েছে। যাতে নয়া সংযোজন অস্ট্রেলিয়া। আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান :-

১) ৫৫ রান, ওয়েস্ট ইন্ডিজ ২০২১,দুবাই

২) ১২৪/৯, বাংলাদেশ ২০২১, আবুধাবি

৩) ১২৫/১০, অস্ট্রেলিয়া ২০২১,দুবাই

৪) ১২৮/৬, শ্রীলঙ্কা ২০১০,গ্রস আইলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.