এক রাজ্যে IPL আয়োজন করেও ঠেকানো গেল না করোনা, Covid হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে

সব কিছু ঠিকঠাক চলছিল। তবে হঠাৎই আইপিএল ২০২২-এর সব থেকে আশঙ্কাজনক খবর উড়ে এল দিল্লি ক্যাপিটালস শিবির থেকে। করোনা হানা দিল ঋষভ পন্তদের অন্দরমহলে। ফলে চলতি আইপিএল ঘিরে ঘোর দুশ্চিন্তায় বিসিসিআই।

দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট কনোর আক্রান্ত হয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রয়েছে দিল্লির মেডিক্যাল টিমের। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে শুধু এটুকুই জানানো হয়েছে। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। স্বাভাবিকভাবেই আরসিবি ম্যাচের আগে দুশ্চিন্তায় ঋষভ পন্তরা।

করোনার জন্য ২০২০-র আইপিএল আয়োজন করা হয় আমিরশাহিতে। পরে ২০২১ আইপিএল প্রাথমিকভাবে ভারতে আয়োজন করা হলেও বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় মাঝপথেই স্থগিত রাখতে হয় টুর্নামেন্ট। পরে আমিরশাহিতেই আয়োজন করা হয় টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ। এবার করোনা সংক্রমণের ঝুঁকি কমাতেই একই রাজ্যে আইপিএল ২০২২-এর লিগ ম্যাচগুলি আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

মুম্বইয়ের তিনটি স্টেডিয়াম ও পুণের একটি স্টেডিয়াম মিলিয়ে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে চলতি আইপিএলের লিগ ম্যাচগুলি। তা সত্ত্বেও এড়ানো গেল না করোনার বিপত্তি। উল্লেখযোগ্য বিষয় হল, দিন পাঁচেক আগে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। তাই কেকেআর শিবিরেও করোনা আতঙ্ক চেপে বসা স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.