নেতৃত্ব বদল ইস্য বিরাট কোহলি বনাম বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কে প্রবেশ করলেন দেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকার। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে বেঙ্গসরকার বলেন, ‘কোহলির কাছ থেকে একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। এটা খুবই স্পর্শকাতর বিষয়। বিসিসিআই-এর আরও পেশাদার হওয়া উচিত ছিল।’ শুধু এখানেই থেমে থাকেননি দিলীপ বেঙ্গসরকার, তিনি আরও জানান, ‘আমার মতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলার অধিকার নেই। কারণ ও এখন বিসিসিআই-এর সভাপতি।’
আসলে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে বিরাটকে ছেঁটে দেওয়ার সময় বিরাট প্রসঙ্গে অনেক মন্তব্য করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিসিসিআই সভাপতি জানিয়েছিলেন কী কারণে বিরাটকে সরিয়ে রোহিতকে নেতা করা হয়। এরপরে ভারতের ক্রিকেটের আকাশে বিতর্ক ঘিরে ধরে। অনেকেই বোর্ডকে সমর্থন করেছে, আবার অনেকে বিরাট কোহলির পাসে দাঁড়িয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকার হলেন তেমনই একজন যিনি বিরাটের পাশে দাঁড়ালেন। তিনি বলেন, ‘দল নির্বাচন বা অধিনায়কত্ব ইস্যু নিয়ে তো জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা কথা বলবে। এই বিষয়ে চেতন শর্মারই কথা বলা উচিত ছিল।’ ট্রেন্ডিং স্টোরিজ
একটি ইংরেজি দৈনিককে বেঙ্গসরকার আরও বলেন, ‘সৌরভ এই বিষয়ে আগেই কথা বলেছিল। এরপর বিরাট কোহলি নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছে। কিন্তু আমার মতে এটা তো মুখ্য জাতীয় নির্বাচক ও অধিনায়কের ব্যাপার। এই ইস্যুতে কথা বলার এক্তিয়ার বোর্ড সভাপতির নেই।’ শেষে তিনি আরও বলেন, ‘সময় বদলে গিয়েছে। সেটা বিসিসিআই-এর বোঝা উচিত। কোহলির মতো ক্রিকেটারকে আরও সম্মান দেওয়া উচিত ছিল। কারণ কোহলি একাধিক ম্যাচ জিতিয়ে দেশের সম্মান বাড়িয়েছে। তাই ওর আরও সম্মান প্রাপ্য ছিল।’