সব বাড়িতেই এলপিজি সিলিন্ডার থাকে। একটি নয়, দু’টি করে সিলিন্ডার থাকে বেশির ভাগ বাড়িতেই। আর সব সিলিন্ডারেই থাকে একটি করে নম্বর। যা দেখে. বুঝে নিশ্চিত হওয়া যায় আদৌ সিলিন্ডারটি বিপজ্জনক কিনা।
মনে রাখবেন গ্যাসের কোনও এক্সপায়ারি ডেট হয় না, কিন্ত প্রতিটি সিলিন্ডারের একটি এক্সপায়ারি ডেট হয়। সেটা দেওয়াও থাকে। আর তা অতিক্রম হওয়া সিলিন্ডার ব্যবহার করা মানে ঘরে একটা মস্ত বড়, মারাত্মক বিস্ফোরক নিয়ে বাস করা।
জেনে নিন কী করে দেখা যায়? প্রথমেই উপরের ছবিটি লক্ষ্য করুন।
সিলিন্ডার-এর উপরে যে রিং দেওয়া থাকে তার ভিতরের দিকে এমন ধরনের C-20, A-15 ইত্যাদি লেখা দেখতে পাবেন। এটিই হল এক্সপায়ারি ডেট। উপরের ছবিতে যে সিলিন্ডারটি রয়েছে, সেটির এক্সপায়ারি ডেট ছিল ২০১৩ সালের এপ্রিল থেকে জুন।
এবার জেনে নিন কী ভাবে বুঝবেন অর্থ–
বছরের ১২ মাসকে চারটি ভাগ করা থাকে।
A – জানুয়ারি থেকে মার্চ
B – এপ্রিল থেকে জুন
C – জুলাই থেকে সেপ্টম্বর
D – অক্টোবর থেকে ডিসেম্বর
এর পরে যে সংখ্যাটি থাকে তা হল বছর। অর্থাৎ কোনও সিলিন্ডারে A-20 লেখা থাকলে সিলিন্ডারটির এক্সপায়ারির সময় ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ।