ট্রেনের তো একটা নম্বর থাকে কিন্তু নজর করে দেখবেন লোকাল কিংবা এক্সপ্রেস সব ট্রেনের সব বগির একটি করে নম্বর থাকে। আসুন জেনে নেওয়া যাক এই নম্বরের অর্থ কী।
আসুন দেখে নেওয়া যাক ট্রেনের বগির সংখ্যার রহস্য। ভারতের প্রত্যেকটি ট্রেনের কোচের ওপর লেখা থাকে এই সংখ্যাগুলি। এগুলি সাধারণত ৪, ৫ অথবা ৬ সংখ্যার হয়। যার মধ্যে প্রথম দুটি সংখ্যা কোন বছরে সেই বগিটি তৈরি হয়েছে সেটার উল্লেখ থাকে। বাকি সংখ্যা বোঝানো হয় বগির চরিত্র এবং যে ইংরাজি বর্ণটি থাকে তার অর্থ কোন রেল বগিটি তৈরি করেছে তা।
উদাহরণ অনুযায়ী উপরের ছবিটি দেখা যাক। ০৪০৫২ সংখ্যাটির অর্থ হল ট্রেনটির নির্মাণ হয়েছে ২০০৪ সালে নির্মিত হয়েছে। কিন্তু এমন অনেক ট্রেন আছে যারা এই পদ্ধতি অবলম্বন করে না। তাদের মধ্যে হল রাজধানী এক্সেপ্রেস। পরের ০৫২ বুঝিয়ে দিচ্ছে এটি এসি টু টিয়ার কোচ।
দেখে নিন নির্মাণ বছরের পরের বাকি সংখ্যা গুলির কোনটার অর্থ কী-
০০১—০২৫ — এসি ফার্স্ট ক্লাস।
০২৫—০৫০ — কম্পোজিট প্রথম এসি + এসি টু টিয়ার।
০৫০—১০০: এসি টু টিয়ার।
১০১—১৫০: এসি থ্রি টিয়ার।
১৫১—২০০: এসি চেয়ার গাড়ির।
২০১—৪০০: স্লিপার দ্বিতীয় ক্লাস।
৪০১—৬০০: জেনারেল সেকেন্ড ক্লাস।
৬০১—৭০০: শতাব্দী চেয়ার কার।
৭০১—৮০০: সিটিং কাম লাগেজ র্যাক।
এছাড়াও WCR, EF, ER, NF ইত্যাদির অর্থ হল সেই ট্রেনগুলি মধ্য রেল, পূর্ব রেল ও উত্তর রেলওয়ে দ্বারা নির্মিত। উপরের বগিটি তৈরি করেছে পশ্চিম মধ্য রেল।