আগামীকাল উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনা। সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলার প্রতিশ্রুতিতে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। যদিও দেশের শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে গণনা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল। কোভিড পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনকে ভর্ৎসনাও করেছে দেশের সর্বোচ্চ আদালত।শনিবার সকালে সুপ্রিম কোর্ট কমিশনকে বলে, ‘‘এই মুহূর্তে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেই আপনারা গণনা করার সিদ্ধান্ত নিয়েছেন। দু’সপ্তাহ পরে কি আপনারা গণনা করতে পারতেন না? এই সময়ের মধ্যে রাজ্যের চিকিৎসা পরিষেবা একটু উন্নত করা সম্ভব হত।’’ সুপ্রিম কোর্ট আরও বলে, ‘‘সব রকমের সমস্যার পরেও আপনারা এগিয়ে গিয়েছেন। ভোট গণনা ৩ সপ্তাহ পিছিয়ে গেলে কারও মাথায় আকাশ ভেঙে পড়বে না।’’পরে যদিও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘আমরা এর মধ্যেই গণনার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা এগিয়ে যেতে চাই। সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলা হবে।’’ আশ্বাস পেয়ে অবশ্য গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
2021-05-01