চতুর্থ দফার ভোটের আগে বঙ্গে শাহ, ভাত-ডাল-সবজি সহযোগ মধ্যহ্নভোজ

চৈত্রের শেষবেলায় বাড়ছে ভোটের উত্তাপ। শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে তিন দফার নির্বাচন। চতুর্থ দফায় ভোটের আগে ফের ঠাসা কর্মসূচি নিয়ে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

চতুর্থ দফার ভোটের আগে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুলবে শাসক-বিরোধী সব পক্ষ। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো রাজ্য ঘুরে যাওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার রাজ্যে প্রচারে তাঁর প্রধান সেনাপতি অমিত শাহ। একুশের লড়াই চ্যালেঞ্জ। তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির। রাজ্যে দু’শোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি, প্রত্যয়ী শাহ। আর এই অবস্থায় আজ বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে মোট চার জায়গায় রোড শো করার কথা রয়েছে শাহের।

তবে এই রোড শো’য়ের মাঝেই আজ হাওড়া জেলার চাপরাইলের মন্ডল পাড়ার সানা বাড়িতেই মধ্যহ্নভোজ সারার কথা রয়েছে শাহজীর। সেইমতো সকাল থেকেই সাজো সাজো রব মন্ডল পাড়ার শিশির সানার বাড়িতে।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চামরাইলের মন্ডলপাড়ায় শিশির সানার বাড়িতে আজ মধ্যাহ্নভোজন সারবেন। এর জেরে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব হাওড়ার সানা পরিবারে। সকাল থেকেই চলছে রান্না। মঙ্গলবারই পার্টির কর্মীরা বাজার করে দিয়ে গেছেন।

মেনুতে থাকছে ভাত, রুটি, সবজি ডাল, লাল শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটল পোস্ত, এঁচোড়, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। পাতে থাকছে সবই নিরামিষ পদ।

সানা বাড়ির বারান্দায় বসেই মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নতুন চৌকি। মোট ৭ জনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাই খুশির আনন্দ সানা পরিবারে। পরিবারের সকলের আগেই কোভিড টেস্ট হয়ে গিয়েছে। বেলা সাড়ে ১১টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়েছে। সমস্ত খাবার তাঁর নিরাপত্তারক্ষী আগে পরীক্ষা করে দেখবেন। তারপরই সেই খাবার পরিবেশন করা হবে শাহজীকে।

উল্লেখ্য, আজ অমিত শাহের চারটি রোজ শো রয়েছে রাজ্যে। এরই পাশাপাশি জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভা উত্তরবঙ্গে ও পরের দুটি কলকাতায়। এছাড়াও হাওড়া ও হুগলিতে পৃথক দজুটি জনসভা করবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে কলকাতায় মিছিল করবে বাম-কংগ্রেস। বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.