কোনও রাজনৈতিক বংশের জোর বা জাতিগত সমর্থন ছাড়াই সাধারণ মানুষ হিসেবে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। মোদী এই বিষয়ে সুরাতে একটি হোস্টেল উদ্বোধনের অনুষ্ঠানে বলেন, ‘আমি একজন সাধারণ ব্যক্তি ছিলাম। আমার পিছনে কোনও রাজনৈতিক বংশের জোর ছিল না বা কোনও জাতির সমর্থন ছিল না। তা সত্ত্বেও আপনাদের আশীর্বাদে আমি গুজরাতের হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম ২০০১ সালে।’
মোদী আরও বলেন, ‘আপনাদের আশীর্বাদের জোর এতটাই যে গত ২০ বছর ধরে এখনও আমি আপনাদের কাজে নিযুক্ত। আমি প্রথমে গুজরাতের সেবা করি এখন আমি দেশের মানুষের সেবা করছি।’ অনুষ্ঠানে সরদার বল্লভভাই প্যাটেলের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরদার প্যাটেল বলেছিলেন যে ধর্মী বিশ্বাস এবং জাতিগত বিভেদ কখনও আণাদের পথের বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমরা সবাই ভারের সন্তান।’
অনুষ্ঠানে মোদী সবাইকে সরদার প্যাটেলের দেখানো পথে চলার আবেদন করেন। এদিন মোদী আরও বলেন, ‘একটা সময়ে গুজরাতে ভালো মানের স্কুল এবং শিক্ষকের বড় অভাব ছিল। আমরা তারপর ধীরে ধীরে গুজরাতে একটি আন্দোলন গড়ে তুলতে সক্ষম হই পরেশোত্সব এবং গুণোত্সবের মতো উদ্যোগের মাধ্যমে।’ তিনি জানান, স্কুলে সৌচালয় না থাকায় অনেক মেয়ে স্কুল ছেড়ে দিচ্ছিল। তাঁর সরকার সেই সমস্যার সমাধান করে বলে জানান মোদী। এর ফলে স্কুলছুট মেয়েদের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন তিনি।