খ্রিস্টান ধর্ম থেকে ঘর ওয়াপসি হিন্দু ধর্মে। ১০টি খ্রিস্টান পরিবারের মোট ৩৫ সদস্য সনাতন ধর্ম গ্রহণ করলেন। অভিযোগ, ১৯৯৫ সালে তাঁদের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হয়। উত্তর প্রদেশের শকরৌলি থাকা এলাকার ঘটনা।
হিন্দু একতা সংগঠনের সদস্যরা ওই খ্রিস্টান পরিবারগুলির সঙ্গে কথা বলেন। নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। সংগঠনের পক্ষ থেকে এলাকায় প্রচার শুরু হয়৷ সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু একতা সংগঠন। সেখানেই মোট ৩৫ জন ব্যক্তি যজ্ঞে আহুতি দিয়ে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহন করেন।
হিন্দু একতা সংঘের সংস্থাপক শুভম জানান, ‘১৯৯৫ সালে এদের লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে খ্রিস্টান বানানো হয়। এরপর হিন্দু দেবদেবীর ফটো সরিয়ে তাঁদের প্রত্যেক রবিবার চার্চে নিয়ে যাওয়া হত। তাঁরা ধীরে ধীরে খ্রিস্টানদের মতোই জীবন যাপন করতে শুরু করেন। কিন্তু তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি অনেকেই খ্রিস্ট ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে আসতে চায়। আজ ৩৫ জন মানুষ আহুতি দিয়ে হিন্দুত্বকে গ্রহণ করেন।’
যজ্ঞের অনুষ্ঠান করছিলেন পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি ওই ৩৫ ব্যক্তিকে আর হিন্দু ধর্ম না ছাড়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমাদের উচিত হিন্দু ধর্মকে সম্মান করা।’ এরপর সবাইকে গঙ্গাজলে শুদ্ধ করিয়ে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন।