বিজেপির টার্গেট বাংলা, জঙ্গলমহলে আজ জোড়া সভা শাহের

জঙ্গলমহলে আজ জোড়া সভা অমিত শাহের৷ সোমবার সকালে ঝাড়গ্রামের সার্কাস ময়দানে দলের প্রকাশ্য সভায় প্রধান বক্তা শাহ৷ চার বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থীদের সমর্থনে সভা করবেন অমিত শাহ৷ ঝাড়গ্রামের সভা সেরে তিনি যাবেন বাঁকুড়ায়৷ রানিবাঁধে আজ দুপুরে জনসভা করবেন শাহ৷

রবিবার খড়গপুরে দলের তারকা প্রার্থী হিরণের সমর্থনে রোড শো করেছেন অমিত শাহ৷ সেই রোড শোয়ে উপচে পড়া ভিড় দলের স্থানীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করেছে বলে অভিমত দলের রাজ্য নেতৃত্বের৷ রবিবার খড়গপুরের সভা থেকে অমিত শাহ আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‘আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় দুশোর বেশি আসনে জয়লাভ করবে৷’’ এরই পাশাপাশি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও সরব হন শাহ৷about:blank

সোমবার ঝাড়গ্রামের সার্কাস ময়দানে ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সভা করবেন অমিত শাহ৷ গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল গেরুয়া শিবির৷ ২০১৯ সালের লোকসভা ভোটের ভালো ফলের পর থেকে এলাকায় বিজেপির সংগঠন পোক্ত হয়েছে৷ তৃণমূল ও অন্য দল ছেড়ে বহু নেতা-কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে৷ আদিবাসী সমাজের মধ্যেও বিজেপির সংগঠন তৈরি হয়েছে৷ বিধানসবা ভোটের ঠিক আগে আজ ঝাড়গ্রামে সভা করে কী বার্তা দেন শাহ, সেদিকেই নজর এলাকার বিজেপি নেতা-কর্মীদের৷

অন্যদিকে, ঝাড়গ্রামের সভা সেরে এদিন দুপুরেই বাঁকুড়ায় যাবেন শাহ৷ জঙ্গলমহলের রানিবাঁধে এদিন দুপুরে প্রকাশ্য জনসভা বক্তব্য রাখবেন অমিত শাহ৷ রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর সমর্থনে সভা শাহের৷ একুশের ভোটে বিজেপির টার্গেট বাংলা৷ সেই লক্ষ্যেই এগোচ্ছে গেরুয়া ব্রিগেড৷ একদিকে উন্নয়নকে হাতিয়ার করে আরও একবার ক্ষমতায় টিকে থাকতে সচেষ্ট শাসকদল তৃণমূল৷

অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ময়দানে বিরোধী বিজেপি৷ একুশের ভোটে তৃণমূলকে উতখাতের ডাক দিয়ে রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলেছে পদ্ম ব্রিগেড৷ পালা করে রাজ্যে প্রচারে আসছেন মোদী-শাহ-নাড্ডারা৷ বাংলার ভোটের আগে এরাজ্যের জেলায়-জেলায় মাটি কামড়ে পড়ে আছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.