Assembly Election 2022 Result: ভোটে পাঁচ রাজ্যের মোট বিধানসভা আসন ৬৯০, বিজেপি জোট ৩৭১, বাকি সবাই মিলে ৩১৯

পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ-সহ চার রাজ্য সরকার গড়তে চলেছে বিজেপি। এই পাঁচ রাজ্যে মোট আসন সংখ্যা ৬৯০। এর মধ্যে জোট-সহ বিজেপি পেয়েছে ৩৭১টি আসন। অন্য দিকে বিরোধীদের প্রাপ্ত মোট আসন সংখ্যা জুড়লে দাঁড়ায় ৩১৯-এ। তাই পরিসংখ্যানের দিকে তাকিয়ে বিরোধীরা বলছে তারা যদি জোটবদ্ধ হয়ে লড়াই করত তবে ফল অন্য রকম হতে পারত।

কারণ, দু’পক্ষের মধ্যে ব্যবধান মাত্র কুড়িটি আসনের। জোটবদ্ধ হয়ে লড়াই করলে এই কুড়িটি আসনের ব্যবধান সহজেই টপকে যেতে পারত বিরোধীরা। পাঁচ রাজ্যে ভোটের আগে তৃণমূল-সহ বেশ কয়েকটি দল বিরোধী জোটকে শক্তিশালী করার ডাক দিলেও বাস্তবে অধরা থেকে গিয়েছে। বরং ভোটের মাটিতে উল্টো ছবি দেখা গিয়েছে। কোথাও প্রচারে পরস্পরের বিরুদ্ধে তাল ঠুকেছেন। ফলে তা প্রকারন্তরে তেল-জল দিয়েছে বিজেপি-কেই। অন্য দিকে কংগ্রেস নেতৃত্বেও বিরোধীরা জোট বদ্ধ হতে চায়নি।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (১২৬), কংগ্রেস(২) এবং বিএসপি(১) যদি জোট বাঁধত তবে সেখানে ফল অন্য রকম হতে পারত বলে মনে করা হচ্ছে। কিন্তু তা হয়নি । তিন দলই পৃথক ভাবে লড়াই করেছে। গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরের ছবিটাও একই রকম।

আবার অন্য দিকে ভোট পরিসংখ্যান বলছে বিজেপি-র একার প্রাপ্ত আসন সংখ্যা ৩৫৬। বিজেপি জোট পেয়েছে ৩৭১টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.