প্রতিরক্ষা ক্ষেত্রকে নতুন করে সংজ্ঞায়িত করছে প্রযুক্তি : প্রধানমন্ত্রী

বৈশ্বিক সংঘাত অথবা বিবাদে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রযুক্তি। সফটওয়্যার থেকে ড্রোন, অথবা ইউএভি প্রযুক্তি এখন প্রতিরক্ষা ক্ষেত্রকে নতুন করে সংজ্ঞায়িত করছে। বৃহস্পতিবার বেঙ্গালুরু প্রযুক্তিগত সম্মেলন ২০২০-র উদ্বোধন করার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, প্রযুক্তির সৌজন্যেই ভারতের দরিদ্ররা দ্রুত ও সঠিক সহায়তা পেয়েছেন। ভারত যদি বিশ্বের বৃহৎ স্বাস্থ্যসেবা প্রকল্প পরিচালিত করতে সক্ষম হয়, সেক্ষেত্রে প্রযুক্তিরও অপরিসীম ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত বেঙ্গালুরু প্রযুক্তিগত সম্মেলন ২০২০-র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ৫ বছর আগে ডিজিটাল ইন্ডিয়া মিশনের সূচনা করেছি আমরা। এখন এই কথা বলতে অত্যন্ত খুশি হচ্ছে যে, ডিজিটাল ইন্ডিয়াকে নিয়মিত সরকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে না। এটি জীবনযাত্রায় পরিণত হয়েছে, বিশেষত দরিদ্র, প্রান্তিক এবং যাঁরা সরকারে আছেন তাঁদের জন্য। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ লকডাউনের পিক টাইমে, প্রযুক্তির সৌজন্যেই ভারতের দরিদ্ররা দ্রুত ও সঠিক সহায়তা পেয়েছেন। ভারত যদি বিশ্বের বৃহৎ স্বাস্থ্যসেবা প্রকল্প পরিচালিত করতে সক্ষম হয়, সেক্ষেত্রে প্রযুক্তিরও ভূমিকা রয়েছে। ২৫ বছর আগে ভারতে ইন্টারনেট এসেছে, রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ইন্টারনেট কানেকশন ৭৫০ মিলিয়নের মাইলফলক ছাড়িয়ে গিয়েছে। এখন আমরা অভূতপূর্ব দক্ষতা, গতি এবং স্বচ্ছতার সঙ্গে দরিদ্রদের বাড়ি তৈরি করতে সহায়তা করতে পেরেছি, এটি প্রযুক্তির জন্যই, তাই প্রযুক্তিকে ধন্যবাদ। আমরা এখন প্রায় সমস্ত পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছি, এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রযুক্তি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, তথ্যের যুগে কে আগে এগোচ্ছে, তা কোনও গুরুত্বপূর্ণ নয়, কে সেরা সেটাই গুরুত্বপূর্ণ। ভারতে সেরা মননের পাশাপাশি সেরা মার্কেটও রয়েছে। বিশ্বব্যাপী যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের স্থানীয় প্রযুক্তি সমাধানগুলির। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগে যাঁর কাছে ভালো হাতি ও ঘোড়া রয়েছে, তার উপরেই যুদ্ধ নির্ধারিত হত। এখন বৈশ্বিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রযুক্তি। সফটওয়্যার থেকে ড্রোন ও ইউএভি প্রযুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রকে নতুন করে সংজ্ঞায়িত করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.