পেগাসাস ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-বিতর্ক বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের জবাব দাবি করে শীর্ষ আদালতের নথি পিটিশন দাখিল করা হয়েছে এই ফোনে আড়িপাতা কাণ্ডে। মামলায় আবেদনের ভিত্তিতে শুনানি চলছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বলেছে পেগাসাস স্পাইওয়্যার ফোনের তথ্য চুরি করেছে এমন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই বিষয়টা নিয়ে যা বলার তা আদালতে বলাই ভালো। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে আলোচনা করার কোন মানে হয় না।
প্রধান বিচারপতির রামান্ধা বলেন, ২০১৯ সালেও ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে কোনো তথ্য জোগাড় হয়েছে কিনা তা জানা যায়নি। কেন্দ্র সরকারের তরফ থেকেও এখনো এই বিষয়ে কোনো বক্তব্য পেশ করা হয়নি। যতদিন না এই বিষয়ে পোক্ত প্রমাণ জোগাড় হচ্ছে ততদিন পেগাসাস ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আলাদা করে বিতর্ক করা ঠিক হবে না।
শীর্ষ আদালতে এডিটর গিল্ড একাধিক মামলাকারীরা আবেদন করে জানিয়েছেন, পেগাসাস ইস্যু নিয়ে তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করা হোক। পেগাসাস নিয়ে যাবতীয় তথ্যের বিষয়ে কেন্দ্রের কাছে তলব করুক শীর্ষ আদালতের বিচারপতিরা। এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, মামলাকারীরা যদি সত্যিই মনে করেন পেগাসাসের মতো কোনো স্পাইওয়্যার ফোনে আঁড়ি পাতছে এবং তার জন্য সরকারি মদত আছে তাহলে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা উচিত ছিল। কিন্তু এখনো অব্দি তেমন কোন মামলা দায়ের হয়নি।