দ্বিতীয় দফার ভোট-পর্ব ঝাড়খণ্ডে : ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১৩.৩ শতাংশ

ঝাড়খণ্ডে শুরু হল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট-পর্ব, চলবে বিকেল তিনটে পর্যন্ত। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সে জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, সর্বাধিক কড়া নজরদারি রয়েছে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে।
৭ ডিসেম্বর, শনিবার দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের মোট ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। যথাক্রমে-বাহারাগোরা, ঘাটশিলা, পোটকা, জুগসালাই, জামশেদপুর পূর্ব, জামশেদপুর পশ্চিম, সরাইকেল্লা, খারসাওয়ান, চাইবাসা, মাঝগাঁও, জগন্নাথপুর, মনোহরপুর, চক্রধরপুর, তামার, মান্দার, তোরপা, খুন্তি, সিসাই, সিমদেগা এবং কোলেবিরা| 
উল্লেখযোগ্য বিধানসভা আসনগুলি হল-জামশেদপুর পূর্ব, খুন্তি, তোরপা, চাইবাসা, চক্রধরপুর এবং সিসাই| সকাল ন’টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে ১৩.৩ শতাংশ।
জামশেদপুর পূর্ব বিধানসভা আসন : জামশেদপুর পূর্ব আসনে ভাগ্যপরীক্ষা হবে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের| এই আসনকে বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়| কংগ্রেসের পক্ষ থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে জাতীয় মুখপাত্র গৌরব বল্লভকে| 
খুন্তি বিধানসভা আসন : খুন্তি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুণ্ডা| মুণ্ডাকে এই আসনে জোরদার টক্কর দিতে পারেন জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী প্রার্থী দয়ামণী মারান| 
তোরপা বিধানসভা আসন : তোরপা আসনে এবার ত্রিমুখী লড়াই, সুরীনের পরিবর্তে এবার এই আসনে সুদীপ গুড়িয়াকে প্রার্থী করেছে জেএমএম, সুরীন নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন এবং এই আসনে বিজেপি প্রার্থী হলেন কোচে মুণ্ডা| 
চাইবাসা বিধানসভা আসন : প্রাক্তন আইএএস অফিসার জে বি তুবিদের ভাগ্যপরীক্ষা হবে চাইবাসা বিধানসভা আসনে, বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি| এই আসনে জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী হলেন বর্তমান বিধায়ক দীপক বিরুওয়া| 
চক্রধরপুর বিধানসভা আসন : পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর বিধানসভা আসনের দিকেই সর্বাধিক নজর রয়েছে রাজনৈতিক মহলের| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্মণ গিলুওয়ার| সপ্তদশ লোকসভা নির্বাচনে সিংভূম থেকে পরাজিত হয়েছিলেন লক্ষ্মণ| এই আসনে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে, জেএমএম প্রার্থী হলেন সুখরাম ওঁরাও এবং এজেএসইউ-র রামলাল মুণ্ডা| 
সিসাই বিধানসভা আসন : দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য আসনের মধ্যে রয়েছে সিসাই| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার দীনেশ ওঁরাও-এর| এই আসনে জেএমএম-এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে জিগা সুসারান হোরোকে|


প্রসঙ্গত, ঝাড়খণ্ডে তৃতীয় দফায় ভোট হবে ১২ ডিসেম্বর| ওই দিন রাজ্যের ১৭টি আসনে ভোট হবে| চতুর্থ দফায় অর্থাত্ ১৬ ডিসেম্বর ঝাড়খণ্ডের ১৫টি আসনে ভোট হবে| পঞ্চম দফা অর্থাত্ শেষ দফায় ভোট হবে ১৯ ডিসেম্বর, রাজ্যের ১৬টি আসনে| ফলাফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.