এসপিজি সংশোধনী বিল : আগামী সপ্তাহে লোকসভা পেশ হওয়ার সম্ভাবনা

আগামী সপ্তাহে লোকসভায় পেশ হতে পারে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) আইন সংশোধনী বিল| শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল| ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৫ সালে ক্যাবিনেট সচিবের নির্দেশে গঠিত হয় এসপিজি| ১৯৮৮ সালের ২ জুন সংসদে এসপিজি বিল পেশ করে পাশ করানো হয়| দেশের বাছাই করা কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নিয়ে গঠিত এই বাহিনী নিরাপত্তার কাজে অত্যন্ত দক্ষ| গ্রুপে সব মিলিয়ে রয়েছেন প্রায় ৩০০০ অফিসার| প্রধানমন্ত্রী এবং তাঁর নিকটবর্তী পরিবারের সদস্যদের সুরক্ষার দায়িত্ব এসপিজি কমান্ডোদের| দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর নিকটবর্তী পরিবারের সদস্যদেরও সুরক্ষা দায়িত্ব এসপিজি কমান্ডোদের উপর| কিন্তু, সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার এসপিজি নিরাপত্তা তুলে নিয়েছে মোদী সরকার| এবার লোকসভায় স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) আইন সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.