দেশে নিষিদ্ধ হয়েছে তিন তালাক। এখন তিন তালাক দিলেই তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। যদিও আইনের তোয়াক্কা না করে দেশের বিভিন্ন প্রান্তে চলছে তিন তালাক। সেই তিল তালাক মহিলাদের কী হবে এ নিয়ে আগেই অনেক প্রশ্ন উঠেছে। এবার উত্তরপ্রদেশে সেই মহিলাদের পাশে দাঁড়ানোর পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ সরকার। যোগীর রাজ্যে তালাক পাওয়া মহিলাদের মাসে ৫০০ টাকা করে বছরে এককালীন মোট ৬,০০০ টাকা পেনশন দেওয়া হবে।
বার্ষিক পেনশন দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
এখন শুধু মন্ত্রিসভার সিলমোহরের অপেক্ষা। যোগী মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই পেনশন পেতে গেলে কী কী নথি প্রয়োজন হবে সেই সংক্রান্ত কোনও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি, শুধুমাত্র তিন তালাকের মামলা দায়ের হওয়ার কপি জমা দিলেই হবে।
এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে পাঁচ হাজার মহিলার হাতে পেনশন তুলে দেবে যোগী সরকার।