মোদি সরকারের প্রতি শীতল মনোভাব পশ্চিমী দেশগুলির

নরেন্দ্র মোদি ২০১৪র ক্ষমতা পাওয়ার পর আমেরিকা সহ ইউরোপের দেশগুলি ভারত তথা মোদির উপর উৎসাহী হয়ে ওঠে । ডোনাল্ড ট্রাম্প থেকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ পশ্চিমী দেশগুলিও নিয়মিত যোগসূত্র তৈরী করে মোদি সরকারের সঙ্গে । কিন্তু এবারের আমেরিকার নির্বাচনে মোদি সমর্থন করেন রিপাবলিক দলকে বা ট্রাম্পকে । ক্ষমতায় আসে কিন্তু ডেমোক্র্যাট । তাদের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের সাথে সম্পর্ক রাখলেও কোথাও উদাসীন প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব রাখতে । একই অবস্থা ব্রিটেনেরও । অন্যদিকে রাশিয়াও দূরত্ব রাখতে শুরু করেছে ।
দুটি বিষয়, একটি ভারতের অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়ে নানান ভাবনা থাকে ইউরো আমেরিকান দেশগুলির । সেখানে কিন্তু চরম সমালোচিত হচ্ছে বর্তমান অবস্থান । দ্বিতীয়ত যে ভাবে ক্রিশ্চিয়ান ব্যক্তিত্বদের মৃত্যু হচ্ছে অতি হিন্দুত্ববাদের কল্যানে তা গ্রহণযোগ্য নয় বলে জানাচ্ছে ক্রিশ্চিয়ান দেশগুলি । সূত্রের খবর এই কারণে চিন্তিত কেন্দ্র তথা বিজেপি । প্রশ্ন উঠেছে সেই কারণে ২০২৪ নির্বাচনের আগে বিরোধী দলগুলির সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন মোদি ? সাম্প্রতিক পাওয়ারের সাথে বৈঠকের পর সূত্র মারফত সেই ভাবনাটিই উঠে আসছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.