উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার গুজরাত। রামনবমীর শোভাযাত্রায় হামলাকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মোদী রাজ্যের বিজেপি সরকার। যদিও গুজরাতের বিজেপি সরকারের বক্তব্য, অভিযুক্তরা রাস্তা আটকে বসবাস করছে। এটা আসলে বেআইনি দখলদার উচ্ছেদ।
রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় শুরু থেকেই উত্তপ্ত ছিল গুজরাত। হামলার জেরে একজনের মৃত্যুও হয়। পুলিশ সূত্রে খবর, সংখ্যাগুরু সম্প্রদায়ের উপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ষড়যন্ত্র চালায় বিশেষ একটি সম্প্রদায়। অভিযুক্তদের গুজরাতের বাইরে থেকেই নিয়ে আসা হয়। ওইদিন বড়সড় কোনও অপরাধ ঘটানোর পরিকল্পনাও ছিল তাদের।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভাড়া করা ওই আসামীদের টাকা ছাড়াও ধরা পড়লে আইনি ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়। যাতে পাথরের অভাব না হয়, সেই কারণেই কবরস্থানের ভিতর থেকেই পাথর ছোঁড়ার পরিকল্পনা করে অভিযুক্তরা। রামনবমীর শোভাযাত্রায় আক্রমনের জন্য মাত্র ৩ দিনের মধ্যেই পুরো প্ল্যানটি ছকে ষড়যন্ত্রকারীরা।
পুলিশের দাবি এই পুরো ঘটনার মূলচক্রী একজন মৌলবি। ঘটনার পর থেকেই পলাতক সে। এখানেই শেষ নয়, আরও বড় কোনও নাশকতার পরিকল্পনা করে সক্রিয় করা হয়েছিল স্লিপার সেলকেও। এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশের এক কর্তা। এবার নামানো হল বুলডোজারকেও।