শোকের ছায়া নেমে এলো নদীয়ার শান্তিপুরের রায়বাড়ির দুর্গাপুজো মণ্ডপে। প্রায় ৫০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এই দুর্গাপুজোয় সোনার গয়না পরিহিত প্রতিমাই এবার চুরি হয়ে যেতে শোকের ছায়া নেমে এলো শান্তিপুরে।
ঘটনাটি ঘটে পঞ্চমীর রাতে। ঘটনার দিন মা দুর্গাকে গয়না পরিয়ে শান্তিপুরের দত্তপাড়া রায়বাড়ি পরিবারের সদস্যরা ঘুমাতে গেলেই ঘটনাটি ঘটে। দাবি, ভোররাতে দুর্গা মায়ের সোনা-রূপোর সমস্ত গয়না চুরি হয়ে যায়। জানা গেছে, এই ধরণের চুরির ঘটনা ১৩-১৪ বছর আগেও ঘটেছিল। সেই সময়ে আতঙ্কিত হয়ে রায়বাড়ি পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। অবশেষে তারপরে যদিও পুজো চলতে থাকে। অপরদিকে, পুজোর মুখে আবারও একই ঘটনা ঘটায় স্তম্ভিত পরিবারের সদস্যরা।
এই প্রসঙ্গে রায়বাড়ির পরিবারের প্রধান প্রধান উজ্জ্বল রায়ের দাবি, “বাড়িটি আগের মতো চারদিকে দিয়ে ঘেরা। সদর গেট বন্ধ করলে কোনওভাবে ঢোকা সম্ভব নয়। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। শান্তিপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে তা খতিয়ে দেখে গেছে। বাড়িতে টাকার অভাবে সিসি ক্যামেরা লাগানো সম্ভব হয়নি”।