জেহাদি সংস্কৃতির ধারকদের বিরুদ্ধে বহুদিনের ছাই চাপা ক্ষোভ উগরে দিলো শিখরা, নামাজের ব্যবস্থা করেও পিছিয়ে এলো গুরুগ্রামের গুরুদ্বারা

মুসলিমদের জন্য গুরুদ্বারে (Gurudwara) নামাজের ব্যবস্থা করেও পিছিয়ে গেলো গুরুগ্রামের (Gurugram) গুরুদ্বারা।

পুলিশ প্রশাসন রাস্তা আটকে মুসলিমদের নামাজ পড়া বন্ধ করে দেওয়ার পর স্থানীয় গুরুদ্বারার পক্ষে বলা হয় যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে মুসলিমদের গুরুদ্বারে নামাজ পড়তে দেবেন।

https://m.facebook.com/story.php?story_fbid=433300468178921&id=100044969145269

এই মর্মে সব প্রকার ব্যবস্থাও করা হয়, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসে গুরুদ্বারা কমিটি। তাদের পক্ষে বলা হয় যে গুরুদ্বারাতে গুরুপরব অনুষ্ঠান করতে হবে, সুতরাং নামাজের জন্য জায়গা দেয়া যাবে না।

কিন্তু সূত্রের খবর , গুরুদ্বারা কমিটি অধিকাংশ শিখ ধর্মালম্বী লোকের বিরোধের সম্মুখীন হন বিশেষ করে এই খবর বেরোতে যে গুরুদ্বারায় নামাজ পড়া হবে।
ধর্মপ্রাণ শিখদের বক্তব্য মুসলিমদের শতাব্দী প্রাচীন রক্তের শত্রুতার কথা কারোরই অজানা নয়।পাকিস্তানে (Pakistan) ও আফগানিস্তানে (Afganistan) মুসলিমদের হাতে শিখ নারীদের অবিরাম অপহরণ ও ধর্ষণ ও এরই সাথে ওই দেশগুলিতে অসংখ্য শিখ গণহত্যার কথাও দুনিয়া জানে।
এই অবস্থায় গুরুদ্বারে মুসলিমদের ঢোকানোর ব্যাপারটা মোটেও ভালো ভাবে মেনে নেয়নি অধিকাংশ শিখ জনতা। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বদল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.