ইউরোর তুলনায় কোপা আমেরিকার খেলাগুলোর গুণগত মান খারাপ হচ্ছে তার একটা কারণ লাতিন আমেরিকার টিমগুলো প্রচুর ফাউল করছে। রেফেরিং এর মান নিয়েও মনে যথেষ্ট প্রশ্ন জাগছে। রেফারিরা ঘন ঘন বাঁশি বাজিয়ে খেলা থামাচ্ছেন, সিদ্ধান্ত নিতেও দেরী করছেন। একবার ফাউল হলে এত দীর্ঘক্ষণ খেলা বন্ধ রাখছেন যে কমেন্টেটররা পর্যন্ত confused হয়ে পড়ছেন যে actually ঘটনাটি কি ঘটেছে। এছাড়া দুই দলের প্লেয়ারদের মধ্যে লাগাতার ঝামেলা তো চলছেই। বল ছেড়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি ধাক্কাধক্কি করতেই ওদের বেশী উৎসাহ। এক সময় বলা হত লাতিন আমেরিকার ফুটবল মানেই স্কিলের খেলা। দেখলে নাকি মনে হতো স্বর্গীয় শিল্প। আর ইউলোপীয়ান ফুটবল মানেই নাকি গতি আর শক্তির খেলা। কিন্তু যা দেখছি কতিপয় প্লেয়ারের মধ্যে মাঝেমধ্যে স্কিলের ঝলকানি দেখা গেলেও overall performance বিচার করলে স্কিল বা শিল্প বেশী দেখা যাচ্ছে না। বরং ইউরোতে টিমগুলো তুলনায় স্পোর্টিংলি খেলছে। মাঠে লড়াই হচ্ছে বল নিয়ে। বল ছেড়ে তর্কাতর্কি ধাক্কাধাক্কি তুলনায় অনেক কম। রেফারিং এর মানও অনেক উন্নত ধরণের। খেলায় গতি আছে।
কোপায় ফাইনাল ম্যাচটা ব্রাজিল আর্জেন্তিনার মধ্যে হবে। খুব হাইভোল্টেজ ম্যাচ। সার বিশ্বের ফুটবল প্রেমীরা ম্যাচটি লাইভ দেখতে টিভিতে সাগ্রহে চোখ রাখবেন। তবে আল্টিমেটলি খেলাটি কতটা উচ্চমানে পৌঁছবে তা নিয়ে কিছুটা হলেও মনে সন্দেহ জাগছে। লাতিন আমেরিকার ফুটবল সম্বন্ধে শ্রদ্ধা জাগিয়ে রাখার দায়িত্ব এখন দক্ষিণ আমেরিকার দুই মহাশক্তির কাঁধে।
বামাখ্যাপা