দেশের পঞ্চায়েত রাজের উন্নয়নে নতুন প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ স্বমিতাভা প্রকল্পের আওতাভুক্ত প্রপার্টি কার্ডের বিতরণ শুরু করবেন। প্রসঙ্গত, লক্ষ লক্ষ ভারতীয়দের হাতে ক্ষমতায়নের এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আজ সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কার্ডের বিতরণ শুরু করবেন।এর মাধ্যমে প্রায় এক লক্ষ মানুষ তাদের মোবাইল ফোনের এসএমএস লিংকের দ্বারা তাদের নিজস্ব সম্পত্তি বিষয়ক কার্ড বা প্রপার্টি কার্ড ডাউনলোড করতে সক্ষম হবেন।

প্রসঙ্গত এটি হল পঞ্চায়েত রাজ মন্ত্রকের একটি কেন্দ্রীয় ক্ষেত্রের পরিকল্পনা, যা এই বছর ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে চালু করেন। এই প্রকল্পটি দীর্ঘ চার বছর ধরে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে এবং সবশেষে দেশের বহু গ্রাম এর আওতাভুক্ত হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের দ্বারা ৭৬০টি গ্রাম যার মধ্যে উত্তরপ্রদেশের ৩৪৬ টি, হরিয়ানার ২২১ টি মহারাষ্ট্রের ৪৪ টি মধ্যপ্রদেশের ৫০ টি এবং দুটি গ্রাম রয়েছে। এতগুলি গ্রামের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রের মানুষ একদিনের মধ্যেই কার্ড সরাসরি হাতে পাবেন কিন্তু অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে এই নিয়ম একটু ব্যতিক্রমী অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে এই কার্ডটি হাতে পেতে বেশ কিছুদিন সময় লাগবে। ২০২০ – ২০২৪ এর মধ্যে এই প্রকল্প ৬ লক্ষ ৬২ হাজার গ্রামকে আওতাভুক্ত করবে।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে তিনি এই স্কিমের আওতাভুক্ত বেশকিছু মানুষের সঙ্গে কথা বলবেন। লক্ষাধিকেরও বেশি গ্রামীণ পরিবার এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। এটি আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তিগত উন্নতির অংশ-এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.