টুইন টাওয়ারের মতো আইফেল টাওয়ার ও হতে পারে জঙ্গিদের আক্রমণের টার্গেট: এই ভয় তাড়া করছে জার্মানদের, কারণ সুস্পষ্ট; ২০০০ জেহাদি ঘাপটি মেরে বসে আছে দেশে, জঙ্গিদের অনেকেই শরণার্থী, ইউরোপিয়ান ইউনিয়ন ও চিন্তিত

সন্ত্রাসবাদ বিষয়ে জার্মান চ্যান্সেলরের সাথে সংঘাত জার্মানির অভ্যন্তরীণ সুরক্ষা প্রধানের। জার্মান সুরক্ষা এজেন্সির মতে ২০০০ জেহাদি ঘাপটি মেরে বসে আছে জার্মানিতে, যে কোনো দিন ঘটাতে পারে বড়ো কোনো অঘটন।

জেহাদি ইস্যুতে জার্মান চ্যান্সেলর(German Chancellor) এর সাথে সংঘাতে জড়িয়ে পড়লেন জার্মান অভন্তরীন সুরক্ষা এজেন্সি বিএফবি -র প্রধান টমাস হ্যাদ্দেনওয়াং (Thomas Haddenwang, Head of German Interior Intelligence Agency , BFB)।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল (Angela Merkel, German Chancellor) ঘোষণা করেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছে জার্মানি। এই দাবি কে নস্যাৎ করে দিয়েছেন বি এফ বি র (BFB) ডিরেক্টর।

তিনি জানিয়েছেন খোদ জার্মানিতে বহাল তবিয়তেই আছে দুই হাজার জেহাদি যাদের অধিকাংশই শরণার্থী।
এই দুই হাজার জিহাদিদের মধ্যে ৫০০ এর বেশি জেহাদিকে ‘ ভয়ঙ্কর ‘ তকমা দিয়েছে জার্মান গোয়েন্দা সংস্থা ও এরই মধ্যে ৪৯৯ জনকে ‘ অতি ভয়ঙ্কর ‘ তকমা দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এর (European Union or EU) তরফ থেকে। জার্মানদের মধ্যে অনেকে আশঙ্কা ব্যক্ত করছেন এই বলে যে জার্মানি হতে পারে ৯/১১ ধাঁচের আক্রমণের পরবর্তী লক্ষ্য। টুইন টাওয়ারের মতো আইফেল টাওয়ার ও হতে পারে জঙ্গিদের আক্রমণের টার্গেট, এমনটাই ভয় দেশবাসীর মধ্যে।

এই নিয়ে বিরোধী দল গুলো এঞ্জেলা মের্কেলকে কটাক্ষ করতে ছাড়েনি।

অবিলম্বে মুসলিম শরণার্থী নেওয়ার মধ্যে দিয়ে মুসলিম অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। গোটা জার্মানি জুড়ে চলছে জার্মান দক্ষিণপন্থীদের ব্যাপক বিক্ষোভ প্রদর্শন।

জার্মানির কিছু হিন্দু সংগঠনও সামিল হয়েছে এই আন্দোলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.