টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে নিজেকে দেখতে চান এই ক্রিকেটার

২০২০ ও ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে মরিয়া সুরেশ রায়না। সাফ জানিয়েছেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানকে পাখির চোখ করছেন তিনি। অন্যদিকে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন সুরেশ রায়না। পাশাপাশি তরুণ ঋষভ পন্থ নিজের স্বাভাবিক ছন্দে নেই বলেও দাবি করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

২০১৯ বিশ্বকাপের আগে থেকে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে কে নামবেন, তা ঠিক করতে কালঘাম ছুটছে নির্বাচকদের। অনেককে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই সেভাবে সফল হতে পারেননি। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে নামা নিয়ে লড়াই তরুণ ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের মধ্যে। কিন্তু তাঁদের টপকে ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বর স্থানে তিনি নিজেকে দেখতে চান বলে জানিয়েছেন সুরেশ রায়না। এর জন্য তিনি কঠিন পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন।

২০১৮ সালে ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সুরেশ রায়না। যিনি ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে যথাক্রমে ৫৬১৫ ও ১৬০৫ রানের মালিক। সেই রায়নাকেও টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে নামিয়ে সফল হওয়ার একটা সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু তিনিও ব্যর্থ হন।

অবসর নিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অবিলম্বে কারোর কথা বলা উচিত বলে মনে করেন সুরেশ রায়না। এমএসের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে বলেই দাবি ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যের।

টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানের জন্য যে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী সেই তরুণ ঋষভ পন্থ নিজের সেরা ফর্মে নেই বলেই মনে করেন সুরেশ রায়না। ঋষভকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন রায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.