ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিল মার্কিন সরকার। হোয়াইট হাউস সূত্রে খবর, সীমান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক। দু’ দেশের সেনাই ধীরে ধীরে পিছু হটছে।
৯ ডিসেম্বর সকালে পিপলস লিবারেশন আর্মির তিন-চারশো সৈনিক অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ঢুকে পড়ে। ভারতীয় সেনার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেনা সূত্রের খবর, চিনারা ‘পুরোদস্তুর প্রস্তুতি’ নিয়েই ঢুকেছিল। কিন্তু ভারতীয় সেনাও যে তাদের মোকাবিলা করার জন্য তৈরি থাকবে তা ভাবতে পারেনি। দু’ পক্ষের হাতাহাতি হয়েছে। শেষপর্যন্ত প্রাণ নিয়ে পালিয়েছে চিনারা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে দাবি করেছেন, সীমান্ত পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। ভাল খবর হল, দুই দেশই সেনা পিছনো শুরু করেছে। তাই পরিস্থিতি এখন অনেকটা স্থিতিশীল।
চিনের দাবি, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। সুতরাং ওই জায়গাটা তাঁদের। কিন্তু প্রশ্ন হল, তিব্বত কি আদৌ চিনের অংশ?
কয়েক বছর আগে তাওয়াংয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিব্বতি এই ধর্মগুরু চতুর্দশ দলাই লামা। সে সময় চিন অধিকৃত তিব্বতের লাগোয়া অরুণাচল প্রদেশের ওই অংশে দলাই লামার সফরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বেজিং। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাওয়াং গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করাকেও ভাল চোখে দেখেনি শি জিনপিং সরকার।