ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দক্ষিণ দিনাজপুর থেকে বি এস এফ (B S F) উদ্ধার করলো ৫৭ কোটি টাকা মূল্যের সাপের বিষ।

কয়েকটি ক্রিস্টাল জারের মধ্যে ছিল এই ভয়ানক সাপের বিষ যার ওজন ১২ পাউন্ডেরও বেশি।

বি এস এফ জানিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুরের একটি সীমান্তবর্তী গ্রামে হানা দেয় তারা। পাচারকারীরা আগেই খবর পেয়েছিলো যে পুলিশ হানা দিতে পারে এবং সুযোগ বুঝে তারা পালায় কিন্তু ফেলে যায় এই কোবরা সাপের বিষ।

তবে বিষ ভর্তি জারের মধ্যে লেখা আছে ” Cobra SP…Red Dragon…Made in France” .
একথা সত্যি যে বাংলাদেশের বিভিন্ন জিহাদি গোষ্ঠী বিভিন্ন প্রকার ব্যাবসার সাথে যুক্ত। কেউ রিয়েল এস্টেট , তো কেউ স্কুল , কলেজ , এমন কি বিশ্ববিদ্যালয় চালানো।
আফগানিস্তানে তালিবানরা যেমন আফিম এর ব্যবসা চুটিয়ে করে , তেমনি বাংলাদেশের জিহাদি গোষ্ঠীগুলিও ড্রাগ ব্যবসা ও বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য চোরাচালানের সাথেও গভীর ভাবে যুক্ত।

সাপের বিষ যেমনি ওষুধ তৈরির ক্ষেত্রে কাজে লাগে , তেমনি সাপের বিষ পৃথিবীর মধ্যে অন্যতম ও দামি নেশার দ্রব্যও বটে।

সূত্রের খবর, বি এস এফ এখন এই বিষ কাণ্ডের সাথে জিহাদিদের যোগ সূত্র খোঁজার চেষ্টা করছে। প্রাথমিক ভাবে এমন খবরও পাওয়া গিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সাপের বিষ পশ্চিম বাংলার (West Bengal) বিভিন্ন জায়গায় ঢোকবার কথা ছিল ।
এই পুরো ব্যাপারটা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দক্ষিণ দিনাজপুর থেকে বি এস এফ (B S F) উদ্ধার করলো ৫৭ কোটি টাকা মূল্যের সাপের বিষ।

কয়েকটি ক্রিস্টাল জারের মধ্যে ছিল এই ভয়ানক সাপের বিষ যার ওজন ১২ পাউন্ডেরও বেশি।

বি এস এফ জানিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুরের একটি সীমান্তবর্তী গ্রামে হানা দেয় তারা। পাচারকারীরা আগেই খবর পেয়েছিলো যে পুলিশ হানা দিতে পারে এবং সুযোগ বুঝে তারা পালায় কিন্তু ফেলে যায় এই কোবরা সাপের বিষ।

তবে বিষ ভর্তি জারের মধ্যে লেখা আছে ” Cobra SP…Red Dragon…Made in France” .
একথা সত্যি যে বাংলাদেশের বিভিন্ন জিহাদি গোষ্ঠী বিভিন্ন প্রকার ব্যাবসার সাথে যুক্ত। কেউ রিয়েল এস্টেট , তো কেউ স্কুল , কলেজ , এমন কি বিশ্ববিদ্যালয় চালানো।
আফগানিস্তানে তালিবানরা যেমন আফিম এর ব্যবসা চুটিয়ে করে , তেমনি বাংলাদেশের জিহাদি গোষ্ঠীগুলিও ড্রাগ ব্যবসা ও বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য চোরাচালানের সাথেও গভীর ভাবে যুক্ত।

সাপের বিষ যেমনি ওষুধ তৈরির ক্ষেত্রে কাজে লাগে , তেমনি সাপের বিষ পৃথিবীর মধ্যে অন্যতম ও দামি নেশার দ্রব্যও বটে।

সূত্রের খবর, বি এস এফ এখন এই বিষ কাণ্ডের সাথে জিহাদিদের যোগ সূত্র খোঁজার চেষ্টা করছে। প্রাথমিক ভাবে এমন খবরও পাওয়া গিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সাপের বিষ পশ্চিম বাংলার (West Bengal) বিভিন্ন জায়গায় ঢোকবার কথা ছিল ।
এই পুরো ব্যাপারটা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.