যেহেতু বিরোধীরা মেজর ধ্যানচাঁদের নামে দেশের ক্রীড়াক্ষেত্রের সেরা সম্মান দেওয়ার বিরোধীতা করতে পারছে না তাই তারা একটি মাত্র প্রশ্ন তারা তুলছে যে গুজরাতের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদীজীর নামে কেন ?

যেহেতু বিরোধীরা মেজর ধ্যানচাঁদের নামে দেশের ক্রীড়াক্ষেত্রের সেরা সম্মান দেওয়ার বিরোধীতা করতে পারছে না তাই তারা একটি মাত্র প্রশ্ন তারা তুলছে যে গুজরাতের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদীজীর নামে কেন ? এখানে মনে করিয়ে দিতে চাই যে গান্ধী নেহেরু পরিবারের সদস্যদের নামে অসংখ্য স্টেডিয়াম এই দেশে আছে। অথচ ঐ পরিবারের কোন সদস্য অলিম্পিক তো দূরের কথা, জেলাস্তরের কোন ক্রীড়া প্রতিযোগীতাতেও কোন পদক জিতেছেন বলে শোনা যায় নি। নরেন্দ্র মোদীজী গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট। 1983 সালে স্থাপিত মোতেরা ক্রিকেট গ্রাউন্ড একটি ছোট স্টেডিয়াম ছিল। দীর্ঘদিন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ এই কেন্দ্রকে দেওয়া হতো না। নরেন্দ্র মোদীজী তাঁর মূখ্যমন্ত্রীত্বের শেষ দিকে এই স্টেডিয়ামটি কে নতুনভাবে গড়ার পরিকল্পনা করেন। প্রথমে ঠিক হয়েছিল স্টেডিয়ামটির রক্ষণাবেক্ষণের কাজ হবে। কিন্তু মোদীজী বলেন রক্ষণাবেক্ষণ নয়, তিনি পুরোন গ্যালারী ভেঙ্গে মাঠটি কে আরো বড় করতে চান এবং এটিকে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলির একটি বানাতে চান (দর্শক আসন এক লক্ষ বত্রিশ হাজার)। সেই লক্ষ্য নিয়ে 800 কোটি টাকার প্রোজেক্ট হাতে নেওয়া হয় এবং নির্মাণের দায়িত্ব পায় নামী সংস্থা লার্সেন এন্ড টুব্রো। স্টেডিয়ামটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং নমস্তে ট্রাম্প ইভেন্ট এটিতেই অনুষ্ঠাত হয়েছিল। এছাড়া অনেকগুলি আন্তর্জাতিক ও IPL এর ম্যাচ তো অনুষ্ঠিত হয়েছেই।

শুধু ক্রিকেট স্টেডিয়াম বানানো নয়, মোদীজীর লক্ষ্য ছিল আরো অনেক বড়। উনি তার পাশাপাশি ফুটবল স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, বড় সুইমিংপুল, অ্যাথলেটিক ট্র্যাক, মাল্টিস্পোর্টস স্টেডিয়াম ইত্যাদি বানানোর পরিকল্পনা করেন। সব কিছুই করা হবে আন্তর্জাতিক মান বজায় রেখে। মোদীজীর ইচ্ছে ভবিষ্যতে ভারত যাতে অলিম্পিক টুর্নামেন্টের আয়োজন করতে পারে তার পরিকাঠামো বানিয়ে রাখতে হবে। দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের স্পোর্টসম্যানরা এই স্টেডিয়ামগুলিতে অনুশীলন করে নিজেদের তৈরী করতে পারবেন। সব মিলিয়ে খরচ দাঁড়িয়েছে 4600 কোটি টাকা এবং নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সব স্টেডিয়ামগুলিকে একটি এরিনার মধ্যে রাখা হয়েছে যার নাম দেওয়া হয়েছে সর্দার প্যাটেল স্পোর্টস এনক্লেভ। যাঁরা অপপ্রচার করছেন যে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম মুছে মোদীজী ক্রিকেট স্টেডিয়ামটি নিজের নামে করে নিলেন তাঁরা আসল তথ্য জেনে রাখুন। এইবারে বলুন যিনি ক্রীড়ার উন্নতির জন্য এত বড় মাপের পরিকল্পনা করতে পারেন তাঁর নামে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি স্টেডিয়ামের নাম রেখে কি খুব অন্যায় করেছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.