শিখ কয়েদির পিঠে ব্লেড দিয়ে লেখা হল ‘আতঙ্কবাদী’, চরম নৃশংসতা কংগ্রেস শাসিত পাঞ্জাবে

জেলবন্দী কয়েদির পিঠে ব্লেড দিয়ে লেখা হল ‘আতঙ্কবাদী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত পাঞ্জাবের একটি জেলে। অভিযোগের আঙুল উঠছে জেল সুপারের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া।

জানা গিয়েছে, কয়েদির নাম বন্দির নাম করমজিৎ সিং। ঘটনাটি পাঞ্জাবের বরনলা জেলার সংশোধনাগারের। শারীরিক নিগ্রহের স্বীকার হওয়া ২৮ বছর বয়সী করমজিৎ খুন ও মাদক পাচারের অভিযোগে জেলে বন্দি রয়েছেন। এখনও আদালতে তাঁর বিচার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার, মানতাসা আদালতে তাঁকে পেশ করা হয়, সেই সময় বিচারককে উদ্দেশ্য করে এই অভিযোগ তোলেন তিনি।

করমজিতের আরও দাবি জেলে বন্দিদের ন্যূনতম সুযোগ সুবিধা গুলিও মেলে না, জেলের পরিবেশ অত্যন্ত খারাপ। সংক্রমক রোগে আক্রান্ত বন্দিদের সঙ্গে বাকি বন্দিদেরও একঘরে রাখা হয়। এই নিয়ে সে প্রতিবাদ করেছে বলেই তাঁর ওপর এই নির্যাতন চালানো হয়েছে।

যদিও তার অভিযোগ অস্বীকার করে জেল সুপার বলবীর সিং। বরং তাঁর পাল্টা দাবি, ‘করমজিতের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। মাদক পাচার থেকে খুন, প্রায় সবরকম অপরাধের সঙ্গেই যুক্ত সে। একবার জেল ভেঙে পালানোরও চেষ্টা করেছিল। বিভিন্ন সময় গল্প বানিয়ে বলার অভ্যেস রয়েছে তার। নিজেকে বাঁচাতে প্রায়শই মিথ্যে বলে থাকে সে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.