বুধবার অনেকটা বাড়ল সেনসেক্স ও নিফটি

বুধবার নিফটি পৌঁছল ১৪ হাজার ৬৪৪.৭০পয়েন্ট, মঙ্গলবারের তুলনায় বাড়ল ১২৩.৫০ পয়েন্ট। শতাংশের বিচারে ০.৮৫ শতাংশ বেড়েছে। সেনসেক্স পৌঁছেছে ৪৯,৭৯২.১২ পয়েন্টে, মঙ্গলবারের তুলনায় বাড়ল ৩৯৩.৮৩.৫০ পয়েন্ট। শতাংশের বিচারে ০.৩৭ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার মুম্বই স্টক এক্সচেঞ্জে বিএসই সেনসেক্স বেড়েছিল ৮৩৪ পয়েন্ট। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) নিফটি বেড়েছিল ২৪০ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স পৌঁছেছিল ৪৯ হাজার ৩৯৮-এ। আর নিফটি পৌঁছেছিল ১৪ হাজার ৫২১-এ।

শেয়ার বাজার মার্কেট নিয়ে যারা কাজ করেন তাঁরা বলছেন, ডিসেম্বরের পর থেকে যে ত্রৈমাসিক শুরু হয়েছে তাতে দেখা গিয়েছে ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কেনার আগ্রহ খুব বেড়ে গিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। চলতি ত্রৈমাসিকে দেশের শেয়ার বাজারে সবচেয়ে কদর বেড়েছে ধাতু, ক্যাপিটাল গুডস এবং তেল ও প্রাকৃতিক গ্যাসের। সঙ্গে কদর বেড়েছে ব্যাঙ্কিং, শিল্প ও অর্থলগ্নি ক্ষেত্রগুলিরও। বিশেষজ্ঞরা বলছেন, এই সব ক্ষেত্রে কাজ করে যে ভারতীয় কোম্পানিগুলি তাদের শেয়ার কিনতেই গত ৪ মাসে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। তার ফলে, দেশের শেয়ার বাজার এখন ঊর্ধ্বমুখী।

তাঁদের আশা, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকেও এই ধারা বজায় থাকবে। ফলে, দেশের শেয়ার বাজারের স্বাস্থ্য আরও দু’-তিন মাস ভালই থাকবে। এক দিনে সেনসেক্স ও নিফটি-র এমন উল্লম্ফনের ঘটনা আবারও ঘটলে তাঁরা অবাক হবেন না বলেই জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.