ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে স্বাবলম্বী ও আত্মনির্ভর হওয়ার সঙ্কল্প নেওয়া উচিত।দেশের জলবায়ু, পরম্পরা এবং বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রয়োজন। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে কাশির রোহনিয়ায় জাতীয় পতাকা উত্তোলন করার পর, দেশবাসীর উদ্দেশে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এ সরকার্যবাহ সুরেশ ভাইয়াজি জোশি। ভাইয়াজি জোশি এদিন বলেন, ‘আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। কোভিড-১৯ প্রকোপের কারণে বর্তমান পরিস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের পাশাপাশি সমগ্র বিশ্বে করোনার প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে ভারতের কিছু ভিন্ন বৈশিষ্ট্য মাথায় এসেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। এর কারণ হল এখানকার জীবনশৈলী এবং রোগ প্রতিরোধের ক্ষমতা।’
ভাইয়াজি জোশি বলেন, এই পরিস্থিতিতে ৭৪ তম স্বাধীনতা দিবসে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে স্বাবলম্বী ও আত্মনির্ভর হওয়ার সঙ্কল্প নেওয়া উচিত। বিগত ৭৪ বছরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছি। কিন্তু, বিদেশি সহায়তার উপর নির্ভরশীল থাকতে হয়েছে আমাদের, বর্তমানেও কয়েকটি দেশের উপর আমরা নির্ভরশীল। করোনা পরিস্থিতি আমাদের আত্মনির্ভরতার বিষয়ে ভাবনাচিন্তা করার সুযোগ দিয়েছে। দেশের জলবায়ু, পরম্পরা এবং বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রয়োজন রয়েছে।