সম্প্রতি কয়েকদিন পূর্বে বীরভূমের ময়ূরেশ্বর থানার ভাবঘাটি গ্রামের দীনবন্ধু মন্ডল রাত্রে বালিঘাট থেকে বাড়ী ফিরছিলো ৷ এমন সময় কয়েকজন এসে দীনবন্ধু মন্ডলকে লোহার রড দিয়ে মাথায় অাঘাত করে এবং নানা ভাবে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ দীনবন্ধু মন্ডলের ৷ পরে দীনবন্ধু কে সিউড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থান অবনতি দেখে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ অনেক পরে জ্ঞান ফিরলে দীনবন্ধু জানান তৃনমূলের কয়েকজন মিলে আমাকে মেরেছে , আমি বিজেপি করি তাই ৷ এই নিয়ে দীনবন্ধুর পরিবার ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ তাঁদের অভিযোগ পুলিশ সঠিক পদক্ষেপ নেয়নি ৷
এনিয়ে প্রতিবাদ জানাতে বিজেপির কর্মী সমর্থকরা ২৭ মার্চ কোটাসুর মোড়ে পথ অবরোধ করে ৷ প্রায় ৩ ঘন্টা চলে অবরোধ ৷ অবরোধ কারীদের দাবি অবিলম্বে ময়ূরেশ্বর থানার ও.সি চয়ন ঘোষের কুকর্মের সাজা দিতে হবে ৷ ঘটনায় হাজির হয় এস.ডি.পি.ও রামপুরহাট ৷ ওনাকে ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপির কর্মীসমর্থকরা ৷ এস.ডি.পি.ও অবরোধকারীদের সমস্ত দাবি মেনে নেয় এবং প্রতিশ্রুতি দেয় ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখা হবে ৷