বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে জেহাদের বিরুদ্ধে প্রতিবাদে সম্মিলিত অভিযান ব্রিটেনের দক্ষিণপন্থী সংগঠনগুলি, ইসলাম বিরোধী সংগঠনের সদস্যরা দেশজুড়ে শুরু করলো শরণার্থীদের ব্যাপক ধোলাই

নাইজেরিয়া (Nigeria) , উগান্ডা(Uganda), কঙ্গো (Congo), বাংলাদেশ(Bangladesh) , ফিলিপিন্স,(Philippines), ভারত (India) সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলতে থাকা জিহাদি হামলা ও একই সাথে ব্রিটেনে আফগান শরণার্থী (Afgan refugees) নেওয়ার প্রতিবাদে একজোট হয়ে আন্দোলনে নামলো ব্রিটেনের দক্ষিণপন্থী সংগঠনগুলি ।

ব্রিটেনের বিভিন্ন হোটেলে সরকারি খরচে আফগান শরণার্থীদের পুষছে ব্রিটিশ সরকার তাও আবার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় , এরই প্রতিবাদে ব্রিটেন ফার্স্ট (Britain First) নামে একটি নামী ও অতিপ্রচলিত দক্ষিণপন্থী সংগঠন ۔

সারা ব্রিটেন ধরে চলে মিটিং , মিছিল , সেমিনার , ওয়েবিনার ইত্যাদি ।

ব্রিটেন ফার্স্ট-এর উদ্যোগে হাত মেলায় আরো একটি অতি প্রচলিত দক্ষিণপন্থী সংগঠন প্যাট্রিওটিক অল্টারনেটিভ (Patriotic Alternative) ।
ব্রিটেনের বিভিন্ন হোটেলে রীতিমতো রেইড করে দুই সংগঠনের ক্যাডাররা এবং বেশ কিছু আফগান শরণার্থীদের হোটেল থেকে বার করে বেধড়ক মারাও হয় । পুলিশ এসে পরে অবস্থা সামাল দেয় ।

শুধু Britain First বা Patriotic Alternative ই নয় , এই দুই সংগঠনের জিহাদ বিরোধী তথা জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়েছেন ব্রিটেন খ্যাত ইউ টিউব চ্যানেলের কর্ণধার , পল জোসেফ ওয়াটসন(Paul Joseph Watson) , যার ব্রিটেন (Britain) সহ গোটা ইউরোপ (Europe) লক্ষ লক্ষ গুণমুগ্ধ ফলোয়ার রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.