ধর্মীয় কট্টর আরব দেশগুলোতে দেখা যাচ্ছে ইসলাম ছাড়ার প্রবণতা, হু হু করে বাড়ছে নাস্তিকদের সংখ্যা, জিহাদের মদতদাতা টিউনিসিয়া এবং মরোক্কোতেও একই চিত্র

বিভিন্ন সমীক্ষায় প্রকাশ যে বিভিন্ন আরব দেশের ৫০% জনগণ ইসলাম ধর্মে বিশ্বাস হারিয়ে ফেলেছেন ।
প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একই চিত্র, মুসলিম জনগণ ওই আব্রাহামিক ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করছেন । ইসলামকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রশক্তির কাছে এই প্রবণতা মাথা ব্যাথার কারণ হিসেবে দেখা যাচ্ছে । শাসক সম্প্রদায় ধর্মীয় সংস্কারের ডাক দিচ্ছেন এই ভেবে যে লোকজন ইসলাম ত্যাগ করলে ধর্মের জিগির দিয়ে রাজ্য চালায় তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।
সরকারিভাবে বলতে গেলে আরব দেশগুলোতে মূলত মুসলিম জনসংখ্যা ৬০% থেকে প্রায়
১০০%। লেবানন, জর্ডন থেকে সৌদি আরবে এই অনুপাত দেখা যায়।

যেহেতু ওই সব দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সরকারি পরিচালনাকারী দলকে প্রভাবিত করে, সুতরাং সরকার পক্ষ ধর্মের প্রচার ও প্রসারে প্রত্যক্ষভাবে সহায়তা করে । এক কথায় ওই সব দেশে সব কিছুই প্রায় ইসলাম ধর্ম কেন্দ্রিক ।
সাম্প্রতিক কালে করা সব সমীক্ষায়ই দেখা যাচ্ছে যে ওই দেশগুলোতে জনসংখ্যার অর্ধেক অথবা অধিকাংশ লোকজন ইসলাম ধৰ্ম পালনে ইচ্ছুক নয় ।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে লেবাননের কথা।
গবেষণাকারী সংস্থা আরব ব্যারোমিটার, তাদের নিজস্ব গবেষক ও প্রিন্সটন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা করা ২৫০০০ লেবানন বাসীদের মধ্যে গবেষণা করে
এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিগত এক দশকে ব্যক্তিগত ধর্মাচরণের প্রবণতা ৪৩% কমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক লেবাননবাসী মহিলা এক জার্মান চ্যানেলকে বলেন তাঁর বাবা এবং মা ১২ বছর বয়স থেকে তাঁকে জোর করে হিজাব পড়তে বাধ্য করেন এই ভয় দেখিয়ে যে তা না করলে তাঁকে নারীকে জ্বলে পুড়ে মারতে হবে । ওই মহিলা আরো বলেন যে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কয়েকজন নাস্তিক বন্ধু বান্ধবের সংস্পৰ্শে এসে তিনি ইসলাম ধৰ্ম ও হিজাব ত্যাগ করেন এবং নিজের বাড়ি থেকে পালিয়ে যান ।

যদিও লেবাননে ধৰ্ম ছাড়া খুব কঠিন কারণ ওই দেশের সিভিল রেজিস্ট্রিতে নাস্তিক বলে কোনো শ্রেণীর উল্লেখ নেই। আশ্চর্য্যের বিষয় মনে হলেও ইটা সত্যি যে ইসলাম ছাড়ার প্রবণতা বাড়ছে ওই দেশে ।

ইরানেও একই প্রবণতা দেখা যাচ্ছে
৫০,০০০ লোকের মধ্যে করা এক সমীক্ষায় দেখা গেছে ৪৭ % লোক ইতিমধ্যেই নাস্তিক হয়ে গেছে ওই দেশে ।
উট্ৰেছত বিশ্ববিদ্যলয়ের সহকারী অধ্যাপক পুয়ান তামিনি আরব , যিনি ওই সমীক্ষায় অংশগ্রহণ করেন তিনি বলেন ইসলাম ত্যাগ করা ইরানের সমাজের ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ারই ইঙ্গিত বাহন করছে।
তিনি আরো বলেন এর ফলে ওই দেশের সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । সাক্ষরতার হার থেকে শুরু করে শহরকেন্দ্রিকতা এবং অর্থনৈতিক উন্নতি দেখা যাচ্ছে।

কুয়েত নিবাসী এক মহিলা বলেন আজ থেকে দু’দশক আগে যা ভাব যেত না তাই দেখা যাচ্ছে সমাজে।
সোসিওলজিস্ট রোনাল্ড ইংলেহার্ট ১৯৮১ -২০ ০০ পর্যন্ত ১০০ বেশি দেশের উপর করা সমীক্ষা সম্বন্ধে বলতে গিয়ে বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলাম ত্যাগ করার প্রবণতা বহুদিন ধরেই দেখা যাচ্ছে । মুসলিম বহুল দেশ ইরাক, টিউনিসিয়া, এবং মরোক্কোতেও একই চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.