আগেও আরএসএসের হেডকোয়ার্টারে গিয়েছেন শিল্পপতি রতন টাটা। একবার নয়, তিন বার গিয়েছে অতীতে। এবার আরও একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মঞ্চে তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে।

আগামী ১৭ জুন আরএসএসের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রতন টাটা। নাগপুরে একটি ট্রেনিং ক্যাম্প চালু হয়েছে ২৪ মে। সারা দেশ থেকে বহু স্বয়ংসেবক যোগ দিয়েচিলেন সেই ক্যাম্পে। সেখানেই হবে অনুষ্ঠান। গত বছর এই অনুষ্ঠানেই গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়।

তবে রতন টাটাকে আমন্ত্রণ করার কথা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি সঙ্ঘের তরফে।

এর আগে গত মাসের ১৭ তারিখে টাটা আরএসএস-এর সদর দফতর পরিদর্শনে যান৷ এর আগেও তিনি গিয়েছিলেন ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ৷

মঙ্গলবার টাটা নাগপুরে এসে পৌঁছন এবং তারপরে বুধবার আরএসএস প্রধানের সঙ্গে দেখা করার পর তিনি শহর ছাড়েন৷ আরএসএস-এর এক প্রতিনিধি জানিয়েছেন, এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার৷

এদিকে গত অগস্ট মাসে আরএসএস নেতা নানা পালকারের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে মুম্বইতে ভগবতের সঙ্গে টাটাকে একই মঞ্চে দেখা গিয়েছিল ৷

ওই অনুষ্ঠানে টাটা ছিলেন প্রধান অতিথি৷ সেদিন ভগবত তাঁর ভাষণে জানিয়েছিলেন, টাটা গোষ্ঠী সব সময় নজর দিয়েছে সম্পদকে সমাজের কাজে লাগানোর জন্য এবং সেটাকে কখনও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে কাজে লাগান হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.