কাশ্মীর ফাইলস সিনেমা রিলিজের পর থেকেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের ফের উপত্যকায় নিজেদের জমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি দাবি উঠছে। এই নিয়ে এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বললেন, ‘এবার ফিরলে কাশ্মীরি পণ্ডিতদের আর উদ্বাস্তু হতে হবে না’।
রবিবার ধুমধুমের সঙ্গে উপত্যকায় নববর্ষ পালন করে কাশ্মীরি হিন্দুরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন মোহন ভাগবত। তিনি বলেন, ‘জঙ্গিদের জন্যই আপনাদের ঘর ছাড়তে হয়েছিল কিন্তু যখন ফিরবেন তখন হিন্দু ও ভারত ভক্ত হয়েই সেখানে ফিরবেন। এমনভাবে সেখানে থাকবেন যেন কেউ আপনাদের সেখান থেকে ঘরছাড়া করতে না পারে’।
কাশ্মীরি পণ্ডিতদের এদিন ভাগবত আশ্বাস দেন, এবার কাজ ও নিরাপত্তা নিশ্চিত করেই উপত্যকায় ফিরবেন কাশ্মীরি পণ্ডিতরা। ভাগবতের কথায়, ‘আমার মনে হয় সেই দিন আর খুব বেশি দূরে নেই যেদিন কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরে যাবেন। কাশ্মীরি পণ্ডিতরা এবার ঘরে ফিরলে আর তাদের ফের উদ্বাস্তু হতে হবে না’।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে বিবেক অগ্নিহোত্রীর পাশে দাঁড়িয়েছেন ভাগবত। তিনি বলেছেন, ‘নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের তাদের ঘরবাড়ি ছেড়়ে আসতে হয়েছিল। সেইসময় কেউ তাদের স্বপক্ষে ছিলেন। কেউ ছিলেন বিপক্ষে। দ্যা কাশ্মীর ফাইলস সেই ঘটনাই তুলে ধরেছে’।