গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে লিখেছেন, ‘শ্রদ্ধেয় বাপুকে প্রণাম জানাই। তাঁর মহৎ নীতি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক এবং আজও লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়’। একইসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলেও মাল্যদান করেন প্রধানমন্ত্রী।
শনিবার ১৫২ তম গান্ধী জয়ন্তী উদযাপন করছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভা স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ইউএস সেক্রেটারি জেনারেল অ্যান্টেনিও গুতেরাস-সহ দেশের বহু রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। রাজঘাটের পাশাপাশি বিজয়ঘাটে মাল্যদান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শ্রদ্ধাজ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লা।
একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালন করছে দেশ। তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত শত প্রণাম জানাচ্ছি। মূল্যবোধের উপর নির্ভর তাঁর জীবন সবসময় দেশের জনতাকে অনুপ্রেরণা যোগায়’।
বাপুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। লাক্ষাদ্বীপে গান্ধীজির আবক্ষ মূর্তি উন্মোচন করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।