আমেরিকার (America) বিভিন্ন প্রদেশে অক্টোবর মাস পালন করা হবে ” হিন্দু ঐতিহ্য মাস ” (Hindu Heritage Month) হিসাবে

ইতিমধ্যে, গ্রেট ব্রিটেনের সরকার ঘোষণা করেছে যে তাদের এক ফলকে সোনার মা লক্ষীর (Goddess Laxmi) খোদাই করা ছবি থাকছে।
এমনকি সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রতীক ” ওম ” (OM) চিহ্নও থাকছে মোড়কের উপর।

অন্যদিকে আমেরিকার (America) বিভিন্ন প্রদেশে অক্টোবর মাস পালন করা হবে ” হিন্দু ঐতিহ্য মাস ” (Hindu Heritage Month) হিসাবে।

ইতিমধ্যেই টেক্সাস (Texas) , ফ্লোরিডা (Florida) , নিউ জার্সি (New Jersy) , ওহিও (Ohio) ও ম্যাসাচুসেটস (Massachussets) প্রদেশের গভর্নর এর অফিস (Governor’s Office) থেকে সরকারিভাবে এর ঘোষণাও হয়ে গিয়েছে।

পুজো ছাড়াও এই একমাস আমেরিকার বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান (cultural function) , ফ্যাশন শো (fashion show) , ওয়েবিনার (webinar) , মাল্টিডে কনফারেন্স (multiday conference) সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

এই গোটা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা (Vishya Hindu Parishad America) , ওয়ার্ল্ড হিন্দু কাউন্সিল অফ আমেরিকা (World Hindu Council of America) , হিন্দু ইউনিভার্সিটি অফ আমেরিকা (Hindu University of India) ও কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকার (Coalition of Hindus of North America) মতো বৃহৎ সংগঠনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.