জাতীয় সংগীত গাওয়া নিয়ে জানানো হয় আপত্তি ; উস্কানি দিলো মুফতি মজিদুল

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে(15 August, Independence Day ) আগ্রার (Agra) জামা মসজিদে (Jama Masjid) জাতীয় সংগীত গাইবার সময় শুরু হলো বাক বিতন্ডা। জাতীয় সংগীত গাইবার প্রবল বিরোধিতা করে স্থানীয় নেতা ও মসজিদ কমিটির সদস্য মুফতি মাজিদুল (Mufti Mazidul)।

জাতীয় সংগীত এর বিরোধিতা করে সে বক্তব্য দেয়। এদিকে মুফতির বিরুদ্ধে স্থানীয় মানতলা(Mantola PS) থানাতে এফ আই আর দায়ের করা হয় ।

জাতীয় সংগীত বিরোধী বক্তব্যের অডিও টেপ পুলিশের কাছে দেওয়া হয়েছে যেখানে মুফতি বলেছেন ভারতের জাতীয় সংগীত ইসলাম বিরুদ্ধ।
মানতলা পুলিশ স্টেশন এর তরফে জানানো হয়েছে যে মুফতির বিরুদ্ধে আই পি সি ১৫৩ বি , ৫০৫ , ৫০৮(IPC 153B , 505, 508) ও এরই সাথে ইন্সাল্ট টু ন্যাশনাল অনার এক্ট ১৯৭১ তিন নম্বর সেকশন(Section 3 of Insult to National Honour Act 1971) লাগানো হয়েছে ۔

আশ্চর্যের বিষয় হলো এই যে মসজিদ কমিটি মুফতির বিরোধিতা করলেও স্থানীয় মুসলিমরা কিন্তু মুফতির পাশেই দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.