বছর শেষে মোদীর মুকুটে নয়া পালক, ‘গোল্ডেন টুইট’ শিরোপা জিতলেন প্রধানমন্ত্রী

তাঁর জনপ্রিয়তা কোনো নতুন বিষয় নয়, এই বিষয়ে বলিউডের চিত্রতারকাদের সঙ্গে পাল্লা দেন তিনি। কিন্তু এবার ‘গোল্ডেন টুইট’ (Golden Tweet) শিরোপাও জিতে নিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ‘গোল্ডেন টুইট’ কী? গোল্ডেন টুইট হল গত একবছর, অর্থাৎ ২০১৯ সালের সেরা টুইট। ২০১৯ সালে ভারতের তরফে যে সম্মান জিতে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক টুইট বার্তা।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচন জেতার পর দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র দামোদর ভাই মোদী। এরপরই দেশবাসীর জন্য তিনি টুইটারে বার্তা একটি দেন। সেই বিশেষ বার্তাই জিতে হল ‘গেল্ডেন টুইট’।

উল্লেখ্য, মোদীর ‘গোল্ডেন টুইট’ ছিল—‘সবকা সাথ +সবকা বিকাশ+ সবকা বিশ্বাস= বিজয়ী ভারত’। সকলের সঙ্গে মিলেমিশেই এই জয়, এবং এই জয় আসলে ভারতের জয়। পক্ষন্তরে নিজের জয়কে দেশের জয় হিসেবে ঘোষণা করেন তিনি। সেই টুইটই হল বচরের সেরা। তবে ‘গোল্ডেন টুইট’ তকমা পাওয়ার কতগুলি নিয়ম রয়েছে। সেই যাবতীয় দাবি পূর্ণ করেছে ভারতের প্রধানমন্ত্রীর টুইট বার্তাটি। যেহেতু টুইটারের হিসাব বলছে, ২০১৯ সালে ভারতে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইট। এটি রিটুইট হয়েছে ১,১৭৩০০ বার। লাইক পেয়েছে ৪,২০,৬০০ টি।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ নরেন্দ্র মোদী। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫১.৮ মিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.