মণিপুর মায়ানমার সীমান্তে এক নারকীয় হামলা চালিয়েছে জঙ্গিরা। বিগত কয়েক দশকের ইতিহাসে মণিপুরে সবথেকে বড় জঙ্গি নাশকতা এটিই। হামলায় শহিদ হয়েছেন সেনার এক কর্নেল এবং তিন জওয়ান। রেহাই পাননি কর্নেলের পরিবারও। ওই সেনা আধিকারিকের স্ত্রী এবং ছেলেও আজ জঙ্গি হানায় প্রাণ হারিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে আজ নরেন্দ্র মোদী লিখেছেন, “মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সেই সব জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই যাঁরা আজ শহিদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।”
এমন নারকীয় হামলা সাম্প্রতিক অতীতে দেখেনি মণিপুর। এখনও কোনও গোষ্ঠী হামলার দায়স্বীকার না করলেও মণিপুরের পিপলস লিবারেশন আর্মিই এই হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। ইম্ফল থেকে ১০০ কিলোমিটার ভিতরে একটি প্রত্যন্ত গ্রামের কাছে হামলা হয়েছে বলে খবর। জঙ্গলে ঘেরা ওই জায়গাটি মায়ানমার সীমানার কাছেই অবস্থিত হওয়ায় হামলাকারীরা সহজেই সীমান্ত পার করে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।